এক্সপ্লোর
Deepika Padukone Unknown Facts: ব্যাডমিন্টন ছাড়াও একাধিক খেলায় দক্ষ, অভিনয়ের কথা কখনও ভাবেননি দীপিকা
Deepika Padukone: একটু বড় হওয়ার পরে দীপিকা বুঝতে পারেন, তাঁর লক্ষ্য বোধহয় সাদা কালো ব্যাডমিন্টন ব়্যাকেটে বাঁধা নয়। রঙিন জগত হাতছানি দেয় তাঁকে।
ব্যাডমিন্টন ছাড়াও একাধিক খেলায় দক্ষ, অভিনয়ের কথা কখনও ভাবেননি দীপিকা
1/10

পরিবারের সবাই ব্যাডমিন্টন খেলতেন, আর তাই তিনিও যেন জানতেই, এই খেলাই তাঁর ধ্যানজ্ঞান ভবিষ্যৎ। ছোট থেকেই বন্ধুদের সঙ্গে বেশি মিশতে পারতেন না
2/10

পড়াশোনা আর খেলা, এই নিয়েই শৈশব কাটত তাঁর। সেই মেয়ে যে হঠাৎ ব্যাডমিন্টনের ব়্যাকেট ছেড়ে লাইটস, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় পা রাখবেন, তা বোঝেননি কেউই।
Published at : 05 Jan 2023 03:29 PM (IST)
আরও দেখুন






















