এক্সপ্লোর
Dev Satyabati: সত্যবতী অন্তঃসত্ত্বা, তাই ব্যোমকেশ ধূমপান করবে না, ছবির মধ্যে দিয়েই সমাজকে বার্তা দেবের
Dev-Satyabati Film: এই ছবির খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল সমালোচনা। দেব-কে কি আদৌ মানাবে ব্যোমকেশের চরিত্রে?
সমাজকে ছবির মধ্যে দিয়েই বিশেষ বার্তা দেবের
1/10

এই ছবির খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল সমালোচনা। দেব-কে কি আদৌ মানাবে ব্যোমকেশের চরিত্রে? লুক প্রকাশ্যে আসতেও তীব্র সমালোচনা হয়েছিল তা নিয়ে। তবে ছবির টিজার প্রকাশ্যে আসতেই মত বদলাল কিছুটা।
2/10

শুক্রবার, মুক্তি পেয়েছে দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra), অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya) অভিনীত ছবি 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' (Byomkesh o Durgo Rohossho) ছবির টিজার। আর সেই টিজার প্রকাশ্যে আসতেই মত বদলাল নেটদুনিয়ার।
3/10

দেব প্রশংসিত হলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে রুক্মিণী মৈত্রকে নিয়ে। অনেকেই বলেছেন, দেবের বিপরীতে সত্যবতীর চরিত্রে কোয়েলকে অনেক বেশি মানাত। তবে অনেকে আবার সত্যবতীর লুকের প্রশংসাও করেছেন।
4/10

ব্যোমকেশ মানেই কি ধূমপান? দেব সিদ্ধান্ত নিয়েছিলেন, এই ছবিতে যেহেতু সত্যবতীকে অন্তঃসত্তা দেখানো হয়েছে, তাই ব্যোমকেশ বা আবির কেউই ধূমপান করবেন না। এর মধ্যে দিয়ে সমাজকে একটি বার্তাও দিতে চেয়েছিলেন দেব।
5/10

কালো ফ্রেমের চশমা, কখনও গলাবন্ধ কোট, কখনও পাঞ্জাবিতে বেশ মানানসই। টিজারে তাঁর প্রথম সংলাপ, 'আমি নেতাও নই, অভিনেতাও নই' বেশ চমক লাগায়। কারণ, বাস্তবে কিন্তু তিনি এই দুই চরিত্রই সফলভাবে ব্যালেন্স করে চলেছেন।
6/10

দেবের ছবির টিজার প্রকাশ্যে আসতে অনেকেই তাঁর প্রশংসা করেছেন। অনেকে যেমন শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে, তেমনই অনেকে বলছেন, ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁরা।
7/10

অনেক অনুরাগী আবার স্বীকার করে নিয়েছেন, ব্যোমকেশের লুক রিলিজ করার পরে অনুরাগীদের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা গিয়েছিল বা যে ধারণা তৈরি হয়েছিল, তা টিজার দেখে অনেকটাই ভেঙেছে।
8/10

গতকাল, ট্রেলার রিলিজের অনুষ্ঠানে হাজির ছিলেন দেব স্বয়ং। ট্রোলিং ও নেতিবাচক মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'আমার পোস্টার দেখে অনেকে নেতিবাচক মন্তব্য করেছিলেন। তাঁরা খুব অল্পসংখ্যক হলেও তাঁরা আমার কাছে গুরুত্বপূর্ণ। তাঁদের সমালোচনার জন্যই আজ আমি এই জায়গায়টাতে দাঁড়িয়ে রয়েছি।'
9/10

দেব আরও বলছেন, 'আমি ভীষণ পরিশ্রমী ছেলে। সমালোচনা হলে আমি চেষ্টা করি আমার যা যা ভুল আছে, খুঁত আছে সেগুলোকে শুধরে নেওয়ার'
10/10

টিজার মুক্তির দিনে ফেসবুক লাইভে এসে দেব বলেন, 'এই ব্যোমকেশ বাকি ছবিগুলির মতো যেন না হয় সেটা চেয়েছিলাম। এমনভাবে ছবিটা হোক চেয়েছিলাম যা দিয়ে জাতীয় বা আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও পৌঁছনো যাবে। সেটা করার জন্য বিরসাকে ধন্যবাদ।'
Published at : 15 Jul 2023 08:01 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট























