এক্সপ্লোর
Haami 2: অস্টিন গাড়ি চালিয়ে গার্গীকে পাশে বসিয়ে হাজির হলেন শিবপ্রসাদ, খুদেরা বলল, নো চাপ'
Haami 2 New Song: অদ্ভুত গতিতে সে অঙ্ক কষে ফেলতে পারে সেই খুদে, সমাধান করে ফেলতে পারে বিভিন্ন কঠিন প্রশ্নের। একবিংশ শতাব্দীর এক বিস্ময় বালককে নিয়েই এই গল্প

অস্টিন গাড়ি চালিয়ে গার্গীকে পাশে বসিয়ে হাজির হলেন শিবপ্রসাদ, খুদেরা বলল, নো চাপ'
1/10

খুদেদের জীবনে কত রকমের সমস্যা! পড়াশোনা, বাবা-মায়ের বকুনি, নিয়ম মানা... কত্ত রকম! কিন্তু 'নো চাপ'? মুক্তি পেল 'হামি ২' (Haami 2)-এর নতুন গান 'নো চাপ' (No Chaap)।
2/10

ডিসেম্বরে মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত ও প্রযোজিত 'হামি ২'। গতকালই মুক্তি পেল এই ছবির একটি নতুন গান 'নো চাপ'।
3/10

এই ছবির খুদেদের মধ্যে মুখ্যভূমিকায় রয়েছে ঋতদীপ সেনগুপ্ত (Ritodeep Sengupta), শ্রেয়ান সাহা (Shreyan Saha) ও অরিত্রিকা চৌধুরী (Aritrika Chowdhuri)।
4/10

অদ্ভুত গতিতে সে অঙ্ক কষে ফেলতে পারে সেই খুদে, সমাধান করে ফেলতে পারে বিভিন্ন কঠিন প্রশ্নের। একবিংশ শতাব্দীর এক বিস্ময় বালককে নিয়েই এই গল্প।
5/10

'হামি ২' (Haami 2)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত এই ছবি মুক্তি পাবে ক্রিসমাসে (Christmas)। মুখ্যভূমিকায় শিবপ্রসাদ ও গার্গী রায়চৌধুরী (Gargee Roychowdhury)।
6/10

'নো চাপ' গানটি লিখেছেন ও কম্পোজ করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। গানটি গেয়েছেন ইশান দাস, রোহন দাস, ঐন্দ্রিলা সান্যাল, শর্মিষ্ঠা দেবনাথ ও অন্যান্য খুদেরা।
7/10

নিজেই অস্টিন গাড়ি চালিয়ে গান মুক্তির অনুষ্ঠানে হাজির হয়েছিল শিবপ্রসাদ, সঙ্গে ছিলেন গার্গীও।
8/10

পরিচালক নন্দিতা রায় বলছেন, 'এই ছবিটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি আমরা। এই ছবিতে যে খুদেরা কাজ করেছে তারা ভীষণ প্রতিভাবান।'
9/10

এদিন 'নো চাপ' গানের সঙ্গে রাস্তায় ফ্ল্যাশমব করে ৪০ জনেরও বেশি খুদে। সব মিলিয়ে জমজমাটি উৎসব।
10/10

গানের মতোই দর্শকদের মন ছোঁবে নতুন এই ছবি, আশা উইন্ডোজ-এর।
Published at : 17 Oct 2022 12:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
অটো
Advertisement
ট্রেন্ডিং
