এক্সপ্লোর
Deepika Padukone: দীপিকার মতো ঘর গোছাতে ভালবাসেন আপনিও? রইল চটজলদি ঘর গোছানোর কিছু সহজ টিপস
Deepika Padukone on Room Cleaning: দীপিকা পাড়ুুকোন নাকি সবসময়েই ভালবাসেন এক্কেবারে সুন্দর করে গোছানো ঘরে থাকতে। নিজের হাতেই ঘর গোছাতে পছন্দ করেন অভিনেত্রী।

দীপিকা পাড়ুুকোন নাকি সবসময়েই ভালবাসেন এক্কেবারে সুন্দর করে গোছানো ঘরে থাকতে। নিজের হাতেই ঘর গোছাতে পছন্দ করেন অভিনেত্রী।
1/10

তাঁকে নাকি বন্ধুরা বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে যেতেন ঘর গোছানোর জন্য। অগোছালো ঘর নাকি তাঁর এক্কেবারে না পছন্দ। এমনকি বাড়িতেও নাকি কখনও স্থির হয়ে বসে থাকতে পারেন না তিনি।
2/10

তিনি দীপিকা পাড়ুুকোন। অভিনেত্রী নাকি সবসময়েই ভালবাসেন এক্কেবারে সুন্দর করে গোছানো ঘরে থাকতে। নিজের হাতেই ঘর গোছাতে পছন্দ করেন অভিনেত্রী।
3/10

দীপিকার মতো ঘর গোছানোর শখ রয়েছে আপনারও? তাহলে জেনে নিন, কীভাবে সহজেই সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারেন আপনার প্রিয় ঘর
4/10

ঘরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিছানা। তাই ঘর গোছানোর প্রথম ধাপ হল, প্রথমেই পরিষ্কার করে গুছিয়ে ফেলুন আপনার বিছানাটা। টান টান করে পেতে নিন পরিষ্কার চাদর, বদলে ফেলুন বালিশের কভারও। বিছানা পরিষ্কার থাকলে মন ভাল থাকে।
5/10

বিছানায় সাদা বা হালকা রঙের চাদর ব্যবহার করতে পারেন। একে ঘরে আলো বেশি বলে মনে হবে। আর যদি বিছানার চাদরের সঙ্গে মিলিয়ে ফেলতে পারেন ঘরের পর্দা, তাহলে তো আর কথাই নেই। ঘরের সাজ সেখানেই অর্ধেক সম্পূর্ণ হয়ে যায়।
6/10

ঘর সাফসুতরো থাকলে এমনই তা দেখতে সুন্দর লাগে। চেষ্টা করুন ঘরের মেঝেতে কোনোরকম জিনিস ফেলে না রাখতে। ঘরের মেঝে পরিষ্কার করে রাখতে চেষ্টা করুন।
7/10

ঘরে যেন কোনওরকম নোংরা জামাকাপড় বা আবর্জনা না থাকে। ঘর সাজানোর প্রথম ধাপই হল ঘর পরিষ্কার। আর সেই কারণেই চেষ্টা করবেন ঘরে কোনও আবর্জনা বা ময়লা জামাকাপড় জমিয়ে না রাখতে।
8/10

ঘর সাজানোর সঙ্গী করে নিতে পারেন গাছকে। বেশ কিছু গাছ রয়েছে যেগুলো ঘরের ভিতরেও ভাল আর সবুজ থাকে। তেমন কিছু গাছ বিছানার পাশের টেবিলে বা ডাইনিং হলে রেখে সাজিয়ে ফেলতে পারেন ঘর। ঝুলিয়ে দিতে পারেন ব্যালকনিতেও। ঘরে সবুজ থাকলে চোখও আরাম পায়।
9/10

কাপড় পরিষ্কার হলেও তা বিছানায় বা ঘরের অন্যত্র ফেলে রাখবেন না। চেষ্টা করুন ভাঁজ করে আলমারিতে তুলে রাখতে। ঘরে কোনও জিনিস ছড়িয়ে না রেখে চেষ্টা করুন আলমারি বা ড্রয়ারে গুছিয়ে তুলে রাখতে।
10/10

ঘরে কেবল বিছানা বা জামা কাপড় নয়, চেষ্টা করুন ঘরের অন্যান্য আসবাব, সিলিং ফ্যান সব নিয়মিতভাবে পরিষ্কার রাখতে। এতে খুব সুন্দর আর পরিষ্কার দেখাবে ঘর।
Published at : 22 Aug 2024 02:16 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
