এক্সপ্লোর
Karan Singh Grover Birthday: কর্ণ সিংহ গ্রোভার সম্পর্কে এই অবাক করা তথ্যগুলো জানা আছে?
কর্ণ সিংহ গ্রোভার
1/10

আজ জন্মদিন বলিউড অভিনেতা কর্ণ সিংহ গ্রোভারের। ছোট পর্দা থেকে উঠে আসা এই অভিনেতা পরবর্তীকালে বড় পর্দাতেও বেশ কিছু ছবিতে কাজ করেছেন। সম্প্রতি তাঁকে বেশ কিছু ওয়েব সিরিজেও দেখা গিয়েছএ। স্ত্রী বিপাশা বসুর সঙ্গে জুটি বেঁধে রুপোলি পর্দায় মুক্তি পেয়েছে তাঁর ছবি 'অ্যালোন'। আজ তাঁর জন্মদিনে জেনে নেওয়া যাক অজানা কিছু তথ্য।
2/10

বিভিন্ন ক্ষেত্রে দাবি করা হয়, কাজের প্রতি একেবারেই সিরিয়াস নন কর্ণ সিংহ গ্রোভার। ছোট পর্দায় যখন একবার এক ধারাবাহিকের কাজ করছিলেন, তখন শরীর খারাপের অজুহাতে নানা সময় ছুটি নিতেন কর্ণ। পরবর্তীকালে তাঁর বেশ কিছু ছবি নেট মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, অসুস্থ নন তিনি। বরং বন্ধুদের সঙ্গে পার্টিতে মজে রয়েছেন। এমনও শোনা যায়, ধারাবাহিকের সাফল্যে এতটাই মাথা ঘুরে যায় তাঁর যে, শ্যুটিংয়ের সেটেও বহু মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেন।
Published at : 23 Feb 2022 10:18 AM (IST)
আরও দেখুন






















