এক্সপ্লোর
নতুন মায়ের প্রথম পুজো, বাঙালি সাজে অনুরাগীদের শুভেচ্ছা জানালেন নুসরত
নতুন মায়ের প্রথম পুজো, বাঙালি সাজে অনুরাগীদের শুভেচ্ছা জানালেন নুসরত
1/10

নতুন মায়ের প্রথম পুজো। ঈশান কোলে আসার পর এই বছর প্রথম পুজো নুসরত জাহানের। সোশ্যাল মিডিয়ায় সপ্তমীর ছবির সাজের ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী।
2/10

একগোছা হলুদ ফুলের সামনে হালকা সবুজ শাড়িতে বসে রয়েছেন নুসরত। মাথায় ফুলের মালা, গায়ে ভারি গয়না। সোশ্যাল মিডিয়ায় সপ্তমীর সকালে এই ছবিটিই ভাগ করে নিলেন তিনি।
3/10

৩টি ঝলমলে ছবি শেয়ার করে অনুরাগীদের সপ্তমীর শুভেচ্ছা জানালেন নুসরত। আগেই জানিয়েছিলেন, এবার পুজোয় সবচেয়ে বেশি সময় ঈশানকে দেবেন তিনি।
4/10

আজ ইনস্টাগ্রামে একটি ছোট্ট রিলও আপলোড করেছেন নুসরত। সেখানে হলুদ সারারায় দেখা গিয়েছে তাঁকে।
5/10

সদ্য যশের জন্মদিন গিয়েছে। যশের কেকের ছবি শেয়ার করেছিলেন নায়িকা। সেখানে লেখা ছিল হাজব্যান্ড ও ড্যাড। কোনও কথা না বলে এভাবেই কি সবার সামনে যশকে নিজের স্বামী হিসাবে স্বীকার করে নিয়েছিলেন নুসরত?
6/10

কেবল ছবি নয়, যশের সঙ্গে জন্মদিনের রাতের খাবারের ছবিও ভাগ করে নেন নুসরত। সেখানে হাসিমুখে দেখা গেল 'যশরত' জুটিকে
7/10

অন্যদিকে ঈশানকে সামলে শ্যুটিং ফ্লোরে পৌঁছে গিয়েছেন নুসরত। নিজের নতুন ছবি জয় কালী কলকাত্তাওয়ালীর শ্যুটিং শুরু করেছেন তিনি।
8/10

নতুন মায়ের দায়িত্ব সামলে, কেমন করে শ্য়ুটিং চালাচ্ছেন নুসরত? অভিনেত্রী বলছেন, 'রাতে ঘুমাচ্ছি না আর দিনের বেলা কাজ করছি। আসলে জীবনে অনেকগুলো দায়িত্ব আর চরিত্র পালন করতে হয়। আমি একদিকে যেমন অভিনেত্রী, অন্যদিকে একজন মা, একজন মেয়ে আবার জনপ্রতিনিধিও। সবকিছু সামলানো সত্যিই খুব কঠিন।'
9/10

ছবিতে নুসরতের চরিত্রের নাম রাকা। শ্যুটিং ফ্লোরে ফেরা কতটা উপভোগ করছেন তিনি? নুসরত বলছেন, 'ছবিতে আমার চরিত্রটা খুব হালকা চালের। এটা একটা রোম্যান্টিক কমেডি। কাজটা করতে ভীষণ ভালো লাগছে। তবে আমার ফ্লোরে সময় বাঁধা রয়েছে। সেটা আগে থেকেই বলা রয়েছে। অবশ্যই সেটা ছোট্ট ঈশানের জন্য। আর আমার গোটা টিম ভীষণ সাহায্য করছে এই বিষয়ে। খুব তাড়াতাড়ি কাজ মিটিয়ে ফেলছি।
10/10

পর্দায় নুসরতের চরিত্রটা কেমন? অভিনেত্রী বলছেন, 'রাকা একটা খুব সাধারণ মেয়ে। একটু বোকাও। ও বিশ্বাস করে পৃথিবীতে কেউ খারাপ হতেই পারে না। একটা অষ্টধাতুর কালীমূর্তি চুরির ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ছবির গল্প।'
Published at : 12 Oct 2021 04:53 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























