এক্সপ্লোর
Paran Banerjee: জঙ্গল পেরিয়ে শ্যুটিং করতে যেতে গিয়ে চিতাবাঘের সামনে পরাণ বন্দ্যোপাধ্যায়!
Paran Banerjee on Pradhan: 'স্যার ডানদিকে দেখুন, লেপার্ড।'
Paran Banerjee on Pradhan: 'স্যার ডানদিকে দেখুন, লেপার্ড।'
1/10

সাক্ষাৎকার দিতে বসলে.. তিনি কখনোই তেমন মেপে কথা বলেন না। চান ও না অবশ্য। দীর্ঘ এত বছর ধরে তিনি তিলে তিলে যে অভিজ্ঞতায় ঝুলি ভর্তি করেছেন তিনি... তা যেন উজাড় করে দিতে চান তিনি।
2/10

আর তাই.. সাক্ষাৎকার হামেশাই হয়ে ওঠে গল্প। সামনেই মুক্তি পাবে তাঁর নতুন ছবি 'প্রধান' (Pradhan)। তার আগে এবিপি লাইভের (ABP Live) সঙ্গে গল্প করতে বসে.. জঙ্গলের মধ্যে শ্যুটিংয়ের গল্প থেকে শুরু করে ছোটবেলার নলেনগুড়ের হারানো স্বাদের গল্প শোনালেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandhopadhay)।
Published at : 19 Dec 2023 12:00 AM (IST)
আরও দেখুন






















