টলিপাড়ার অন্য়তম সেলিব্রিটি কাপল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। বরাবরই খবরে থাকতেই অভ্য়স্ত এই ডুয়ো। আবারও তাঁরা উঠে এলেন খবরের শিরোনামে। কেন? জেনে নিন
2/7
সোশ্য়াল মিডিয়ায় সবসময়ই অ্য়াক্টিভ রাজ-শুভশ্রী। এবার শ্রী শ্রী জগন্নাথ ধামে পুজো দিতে দেখা গেল এই কাপলকে।
3/7
করোনা বিধি মেনে শুভশ্রী সহ কয়েকজনের মুখে মাস্কও দেখা গেল।
4/7
সবসময়ের মত বেশ হাসিখুশি মুখেই পোজ দিতে দেখা গেল রাজ-শুভশ্রীকে।
5/7
ইদানীং রাজনীতিতে যোগদান করে প্রচারের কাজে বেশ ব্য়স্তই হয়ে পড়েছেন রাজ। তার মধ্য়েই যে পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি কখোনই ভোলেন না, এই ছবিগুলোই তা প্রমাণ করে।
6/7
এদিন পুজো দেওয়ার সময় রাজের পরনে ছিল সাদা পাঞ্জাবী ও শুভশ্রীর পরনে ছিল সাদা সালোয়ার। ও তার মাথা ঢাকা ছিল ওড়নায়।
7/7
রাজ নিজের ইন্স্টাগ্রাম প্রোফাইলে এই ছবি প্রকাশ করার পরই তা ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত কদিন আগেই রাজ-শুভশ্রীর ছেলে ইউভানের অন্নপ্রাশনের ছবি ভাইরাল হয়েছিল সোশ্য়াল মিডিয়ায়।