এক্সপ্লোর
'Negative' Movie: শিষ্যের ছবিতে কণ্ঠ দিলেন রূপম, গুরুর সান্নিধ্যে আপ্লুত বাপ্পা, থাকছে সোমলতা-জোজো ম্যাজিকও!
Movie Update: বাপ্পা পরিচালিত 'নেগেটিভ' ছবির টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিলেন তারকা শিল্পী রূপম ইসলাম। আবেগাপ্লুত পরিচালক। সঙ্গীত পরিচালনায় সৌম্য ঋত।

'নেগেটিভ' ছবির গানে কণ্ঠ দিলেন রূপম, সোমলতা, জোজো
1/10

শিষ্যের ছবিতে এবার থাকছে গুরুর গান। বাপ্পার পরিচালনায় 'নেগেটিভ' ছবির গানে এবার কণ্ঠ দিলেন রূপম ইসলাম। আপ্লুত পরিচালকের কথায়, 'ছোটবেলায় বাংলা গান শোনা শিখেছি যে মানুষটার জন্য তাঁর নাম রূপম ইসলাম।'
2/10

সৌম্য ঋতের সুর, কথা ও সঙ্গীত পরিচালনায় তৈরি হয়েছে ছবির প্রতিটি গান। বাপ্পার কথায়, 'ছবির টাইটেল ট্র্যাক নিজের ছন্দে নিজের মতো করে গেয়েছেন রূপম ইসলাম। যা এই সিনেমাটিকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে, দর্শকের কাছে।'
3/10

পরিচালকের কথায়, 'সত্যি আমার বলার ভাষা নেই। যে মানুষটির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছি শুধু এক ঝলক দেখব বলে, তিনি আমার ছবিতে গান করলেন আজ।'
4/10

আপ্লুত বাপ্পা বলে চলেন, 'যা আজ রাতের ঘুম কেড়ে নিল, হয়তো অনেকগুলো রাত জেগে থাকার প্রাপ্তি পেলাম আজকে। আমার এতদিনের লড়াই সত্যি আজ সাফল্য পেল। গুরুর আশীর্বাদ পেলাম।'
5/10

তবে শুধু রূপমই নন এই ছবির অন্যান্য গানে কণ্ঠ দিয়েছেন সোমলতা আচার্য্য ও জোজো মুখোপাধ্যায়। এই দুই শিল্পীও পরিচালকের বিশেষ পছন্দের। এখানেও রয়েছে ছোটবেলার টান।
6/10

পরিচালক বলেন, 'অষ্টম শ্রেণির প্রথম ক্রাশ আমার সোমলতা আচার্য্য, ওঁকে এতটা সামনে থেকে দেখার সুযোগও এনে দিল আমাদের নতুন ছবি 'নেগেটিভ'। বিশেষ ধন্যবাদ সৌম্য ঋতকে এত সুন্দর গানগুলো তৈরি করার জন্য।'
7/10

ছবিতে শ্রীলেখা মিত্রের জন্য আইটেম গানের ব্যবহার করা হয়েছে। যাতে কণ্ঠ দিয়েছেন জোজো। যাঁকে অনেকেই 'আইটেম ক্যুইন' হিসেবে পরিচিত। নিজের মতো করে তিনি 'কানাঘুষো খবর আছে' গেয়েছেন তিনি, জানান পরিচালক।
8/10

'মন বোঝা কি এতই সহজ বল' নামক প্রেমের গানে কণ্ঠ দিয়েছেন গায়িকা সোমলতা আচার্য্য। পরিচালকের দাবি এই গান বারবার তাঁদের প্রেমে পড়তে বাধ্য করবে।
9/10

'নেগেটিভ' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন রাহুল বন্দ্যোপাধ্যায়, দেবলীনা দত্ত, শ্রীলেখা মিত্র, রানা বসু ঠাকুর, শান্তনু নাথ, রিমি দেব, খালেদ মেহমুদ তুর্জো।
10/10

বাদল সরকারের বহু চর্চিত জনপ্রিয় নাটকের অবলম্বনে তৈরি 'শহরের উপকথা'র মত প্রশংসিত ছবি বানানোর পর, এবার পরিচালক বাপ্পা শুটিং শেষ করলেন তাঁর পরবর্তী ছবির। এই ছবি আর্থিক দৈন্য ও মর্মান্তিক জীবন সংঘর্ষে যুযুধান তার মূল কাহিনি।
Published at : 01 Jun 2024 11:51 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
