এক্সপ্লোর
Save the Mothers: শেষ হল শুভেন্দু-খরাজের নতুন ছবি 'সেভ দ্য মাদার্স'-এর শ্যুটিং

সেভ দ্য মাদার্স
1/9

শেষ হল শুভেন্দু দাস পরিচালিত ছবি 'সেভ দ্য মাদার্স'-এর শ্যুটিং। সম্পর্কের টানাপোড়েন ও বর্তমান সমাজের গল্প বলবে এই ছবি।
2/9

কন্যাভ্রুণ হত্যা যেন চিরাচরিত সমস্যা। বর্তমানে আইন করে গর্ভস্থ ভ্রুণের লিঙ্গ নির্ধারণ বন্ধ করা হলেও বিভিন্ন সময়ে চোখে পড়ে আইন অমান্য করার ঘটনাও। এবার এই ঘটনাকেই পর্দায় তুলে আনছেন শুভেন্দু দাস (Suvendu Das)। ইন্ডিজ এন্টারটেনমেন্ট (Indi's Entertainment)-এর প্রযোজনায় পর্দায় আসছে সেই গল্প, 'সেভ দ্য মাদার্স'।
3/9

এই ছবিতে অভিনয় করছেন, সায়ন ঘোষ, ইন্দ্রাণী সাহা, খরাজ মুখোপাধ্যায়, রাজেশ শর্মা, পার্থসারথি চক্রবর্তী, স্নেহা বিশ্বাস, সুখরঞ্জন বন্দ্যোপাধ্যায়, মানস দেব ও অন্যান্যরা। ছবির গল্প এগোয় একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে।
4/9

খরাজের সঙ্গে পরিচালক। 'সেভ দ্য মাদার্স' ছবির ক্যামেরার পিছনের ছবি।
5/9

রাহুলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় পূজা। রাহুলের সঙ্গে প্রেমের এই সম্পর্ক মেনে নেয়নি পূজার পরিবার। রাহুলকে বিয়ে করে পরিবারকে থেকে পালিয়ে যায় পূজা। বিয়ের পর কয়েক মাস কেটে যাওয়ার পরেই অন্তঃসত্তা হয়ে পড়ে পূজা।
6/9

বেআইনিভাবে পূজার গর্ভস্থ ভ্রুণের লিঙ্গ নির্ধারণ করা হয়। জানা যায়, একটি কন্যাসন্তানের জন্ম দিতে চলেছে পূজা। রাহুলের পরিবার চায় পূজার কোলে আসুক পুত্রসন্তান।
7/9

নিজের একরত্তিকে রক্ষা করার জন্য বাড়ি থেকে পালিয়ে যায় পূজা। কীভাবে একজন একা মা বড় করে তুলবে তার একরত্তিকে। এই গল্পই উঠে আসবে ছবির পর্দায়।
8/9

ছবিতে পূজার ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রাণী সাহা। পূজার বাবার ভূমিকায় দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে। পূজার শ্বশুরের ভূমিকায় অভিনয় করেছেন রাজেশ শর্মা। শকুনের ভূমিকায় রয়েছেন পার্থসারথি চক্রবর্তী। স্নেহা বিশ্বাস অভিনয় করেছেন ফুলির ভূমিকায়। সুখরঞ্জন বন্দ্যোপাধ্যায় অভিনয় করছেন গ্রামের মোড়লের ভূমিকায়। সায়ন ঘোষ অভিনয় করেছেন গ্রামের মোড়লের ছেলের ভূমিকায়। মানস দেব অভিনয় করেছেন ডোম-এর ভূমিকায়।
9/9

কন্যাভ্রুণ হত্যা আইনের চোখে অপরাধ। আর সেই সচেতনতা গড়ে তুলতেই ফের পর্দায় ফিরিয়ে আনা হচ্ছে এই বিষয়কে। যদিও এই বিষয় নিয়ে এর আগেও একাধিক ছবি বা ওয়েব সিরিজ তৈরি করা হয়েছে। এখন আইন করে এই গর্ভস্থ ভ্রুণের লিঙ্গ নির্ধারণ বন্ধ করা হয়েছে। এরপরও একাধিক ঘটনার ক্ষেত্রে চোখে পড়ে নিয়ম লঙ্ঘনের ছবি।
Published at : 19 Mar 2022 08:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
