এক্সপ্লোর
Web Series: ছবি আঁকলেই মৃত্যু! রাজা চন্দের থ্রিলার সিরিজের মুখ্যভূমিকায় টোটা, প্রকাশ্যে প্রথম লুক
New Web Series: পলাশ মুখোপাধ্যায় নামে জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন চিত্রশিল্পী রয়েছেন।তাঁকে সবাই পিকাসো বলে। তিনি প্রখ্যাত চিত্রশিল্পী। কিন্তু দুটি প্রতিকৃতি আঁকার পরে একটি অদ্ভুত ঘটনা ঘটে তাঁর সঙ্গে

চিত্রকরের চরিত্রে টোটা, 'পিকাসো'-র রহস্য সমাধানে সামিল সৌরভ-সৃজলাও
1/10

তাঁর কেরিয়ারের সম্ভবত অন্যতম ভাল সময়টি কাটাচ্ছেন টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)। টলিউড থেকে বলিউড.. এমনকি ওয়েব সিরিজেও বেশ আলোচিত হওয়ার মতোই কাজ করে চলেছেন তিনি।
2/10

সেই তালিকায় এবার নতুন সংযোজন 'পিকাসো'। রাজা চন্দ (Raja Chanda) পরিচালিত এই ওয়েব সিরিজে একজন চিত্রকরের ভূমিকায় দেখা যাবে টোটাকে। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজটি।
3/10

এই সিরিজের অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সৌরভ দাস (Sourav Das), সৃজলা গুহ (Srijla Guha), রোজা পারমিতা দে (Roza Paromita De), দেবপ্রসাদ হালদার (Debproshad Haldar), রাহেলী ও কাভ্য়া ভৌমিক ও অন্যান্যরা।
4/10

এই কাহিনী মূলত থ্রিলার। গল্পের শুরু হয় একজন সাংবাদিককে নিয়ে। তিনি তাঁর বন্ধুর কাছ থেকে অদ্ভূত একটা খবর পান। পলাশ মুখোপাধ্যায় নামে জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন চিত্রশিল্পী রয়েছেন উত্তর কলকাতায়। তাঁকে সবাই পিকাসো বলে ডাকে।
5/10

তিনি প্রখ্যাত চিত্রশিল্পী। কিন্তু দুটি প্রতিকৃতি আঁকার পরে একটি অদ্ভুত ঘটনা ঘটে তাঁর সঙ্গে। যাদের ছবি তিনি আঁকেন, রহস্যজনক ভাবে তাদের দুজনেরই অকাল মৃত্যু হয়
6/10

এই ঘটনা নিয়ে খবর করতে যায় ওই সাংবাদিক। এরপরে আবার ওই ঘটনার পুরনাবৃত্তি ঘটে। এই ঘটনার পিছনে কে কে রয়েছে.. সেই গল্পেরই রহস্য উদঘাটন হবে এই ওয়েব সিরিজে।
7/10

এই চিত্রকরের চরিত্রে অভিনয় নিয়ে টোটা বলছেন, 'ক্লিক ওয়েব প্ল্যাটফর্মের সঙ্গে এই প্রথম আমার কাজ। গোটা টিমের সঙ্গে কাজ করে খুব ভাল লাগল। আমার চরিত্র একজন চিত্রকরের। এই চরিত্রে আমি আগে অভিনয় করলেও পলাশ মুখোপাধ্যায়ের চরিত্রটা বেশ আলাদারকম। আমি চাই দর্শক সিরিজের মধ্যে দিয়েই আমার চরিত্রটাকে আবিস্কার করুক।'
8/10

এই সিরিজে কাজ নিয়ে সৃজলা বলছেন, 'এই গল্পে আমার চরিত্রটি যেমন, যেখানে আমি নিজেকে নিয়ে ভীষণভাবে পরীক্ষানিরীক্ষা করতে পেরেছি। এখজন অভিনেত্রী হিসেবে এটা আমার কাছে বড় পাওয়া। টোটাদা আর সৌরভ সবক্ষেত্রে ভীষণ সহযোগীতা করেছেন। রাজাদাও পরিচালক হিসেবে ভীষণ ধৈর্য্যশীল। সব মিলিয়ে একটা দুর্দান্ত অভিজ্ঞতা।'
9/10

পরিচালক রাজা চন্দ বলছেন, 'স্কুলজীবন থেকেই পাবলো পিকাসোর ওপর আমার ভীষণ আকর্ষণ। উনি এমন একাট আইকনিক নাম, যাঁকে নিয়ে থ্রিলার গল্প তৈরি করা আমার কাছে দুর্দান্ত। টোটার সঙ্গে এটা আমার প্রথম কাজ। উনি দুর্দান্ত অভিনেতা। সৌরভ এর আগেও আমার সঙ্গে কাজ করেছেন। সৃজলাও খুব ভাল।'
10/10

ই চরিত্রে অভিনয় নিয়ে সৌরভ বলছেন, 'এর আগে এমন চরিত্রে অভিনয় আমি করিনি। চরিত্রের আগেও আমায় যেটা আকৃষ্ট করে সেটা হল গল্প। এই সিরিজের গল্পটা আমার ভীষণ ভাল লেগেছে। রাজাদাকে ধন্যবাদ আমার বিশ্বাস করে এমন একটা চরিত্রের সুযোগ দেওয়ার জন্য।'
Published at : 11 Oct 2023 10:27 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
