এক্সপ্লোর
Hair Care Tips: বিনুনিতে সত্যিই কি তাড়াতাড়ি চুল বাড়ে? এই ভুলে ভালর চেয়ে বেশি খারাপই হতে পারে
Hair Health: ছোট থেকে শুনে এলেও, বিনুনি কি আদৌ চুলের বৃদ্ধিকে ত্বরাণ্বিত করে? ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

বিনুনি করলে তাড়াতাড়ি চুল লম্বা হয় বলে ধারণা অনেকেরই। কিন্তু এই তত্ত্ব বাস্তবসম্মত নয় বলেই মত বিশেষজ্ঞদের।
2/10

এমনিতে বিনুনি করলে সহজেই চুল সামলানো যায়। কিন্তু কিছু ক্ষেত্রে বিনুনি চুলের ক্ষতিও করে বলে মত তাঁদের।
Published at : 28 Jan 2025 07:44 AM (IST)
আরও দেখুন






















