এক্সপ্লোর
Skin Care: প্রখর রোদে পুড়ছে ত্বক! এই উপায়ে মিটতে পারে সমস্যা
Lifestyle Tips: গরমকাল মানেই নানা সমস্যা। যার মধ্যে অন্যতম ত্বকের সমস্যা।
ফাইল ছবি
1/10

গরমকালে শরীর এবং ত্বক সুস্থ রাখতে বিশেষ ভূমিকা পালন করে শসা। শরীর তো বটেই ত্বককেও ঠান্ডা রাখে শসা। গরমের জেরে ত্বকে যে সমস্যা হয়, দূর করতে পারে তাও।
2/10

রাতে ঘুমানোর আগে শসা ব্যবহার করা যায়। জল দিয়ে ত্বক ভাল করে ধুতে হবে। এরপর শসার নির্যাস হালকা করে মেখে সারারাত রাখতে হবে। এতে ব্রণ দূর হবে এবং প্রাকৃতিক উপায়ে ত্বক উজ্জ্বল হবে।
Published at : 24 Apr 2024 03:51 PM (IST)
আরও দেখুন






















