এক্সপ্লোর
Bed Alternatives: সংজ্ঞা বদলেছে অন্দরসজ্জার, ঘর দখল করে রাখা খাট নয়, ভাল ঘুমের বিকল্প উপায়ও রয়েছে হাতের কাছে
Home Decor Tips: কারুকাজ করা দামি খাট, নরম গদিই নয়, ভাল ঘুমের বিকল্পও রয়েছে।
ছবি: ফ্রিপিক।
1/10

দিনের শেষে বাড়ি ফিরে বিছানায় গা এলিয়ে দিতে পারলে, আর কিছু চাই না আমরা। কিন্তু বিছানা আরামদায়ক না হলে ঘুম চটকে যাওয়ার সম্ভাবনা প্রবল।
2/10

তাই ঘর সাজানোর সময় বিছানা থেকে গদি, সবের উপর বাড়তি নজর দিই আমরা। যুগের সঙ্গে অন্দরসজ্জার সংজ্ঞাও পাল্টে গিয়েছে। কারুকাজ করা খাট, ভারী গদির চল আর নেই। শুধু তাই নয়, খাটের বিকল্পও এসে গিয়েছে, যা যথেষ্ট আরামদায়কও।
Published at : 11 Nov 2023 02:29 PM (IST)
আরও দেখুন






















