এক্সপ্লোর
Emotional Connection: পাশে নেই হয়ত, মুখেও বলছেন না, তাও কি আপনার কথা ভাবছেন কেউ? বুঝবেন এই লক্ষণগুলি দেখে
Relationships: কখনও কখনও অস্থির বোধ করি আমরা। কোনও কারণ ছাড়াই উদ্বেগে ভুগি। বার বার কারও কথা মাথায় চলে আসে। এর নেপথ্যে অন্য কারণ থাকতে পারে।
ছবি: পিক্সাবে।
1/10

পাশাপাশি না থাকলেও, দু’জন মানুষের মনের সংযোগ হয় গভীর। তাই পাশে না থেকেও কখনও কখনও পরস্পরির উপস্থিতি, অনুভূতি টের পাওয়া যায়। বাস্তবিক কোনও ব্যাখ্যা না থাকলে, বহু মানুষ এমন আধ্যাত্মিক সংযোগে বিশ্বাস করেন।
2/10

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও, প্রিয় মানুষটি তাঁর কথা ভাবছেন বলে টের পেয়েছেন, এমন দাবিও করে থাকেন অনেকেই। এই ধরনের অনুভূতিকে ব্যাখ্যা কার সম্ভব নয়। কিন্তু কেউ যে আপনার কথা ভাবছেন, তা কিছু লক্ষণ দেখে বোঝা সম্ভব বলে মনে করা হয়।
Published at : 05 Aug 2023 04:05 PM (IST)
আরও দেখুন






















