এক্সপ্লোর
Toothache Remedies : দাঁতের যন্ত্রণায় ভুগছেন ? ঘরোয়া পদ্ধতিতে কীভাবে মুক্তি পাবেন ?
ছবি সৌজন্য : Pixabay
1/6

আমরা প্রায়ই দাঁতের যন্ত্রণার সমস্যায় ভুগি। দাঁতে যন্ত্রণা হলে কোনও কাজে মন বসে না। শরীরে সবসময় অস্বস্তি লেগে থাকে। দাঁতে গর্ত, সংক্রমণ বা অন্য কোনও কারণে দাঁতে যন্ত্রণা হয়ে থাকে। এর জেরে খেতে ভাল লাগে না। ঘুমেও ব্যাঘাত ঘটে। এহেন দাঁতে যন্ত্রণার মোকাবিলা ঘরোয়া কিছু টোটকা ব্যবহার করে করা যায়। তবে, যন্ত্রণা হতে থাকলে কোনও দাঁতের ডাক্তারের পরামর্শ নিন। দেখে নিন ঘরোয়া টোটকাগুলি।
2/6

রসুন : দাঁতের যন্ত্রণা নিয়ন্ত্রণের অন্যতম হাতিয়ার। এতে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান আছে। যার ফলে ব্যাকটেরিয়াজনিত সমস্যা থাকলে রসুনে তার উপশম হওয়ার সম্ভাবনা থাকে। রসুনমিশ্রিত চা বা রসুন চিবিয়ে খেতে পারেন। যন্ত্রণা কিছুটা কমবে। এছাড়া সংশ্লিষ্ট জায়গায় রসুন থেঁতো করে রেখেও দিতে পারেন।
Published at : 09 Jul 2021 08:36 AM (IST)
আরও দেখুন






















