এক্সপ্লোর
Relationship Tips: একটুতেই রেগে যান আপনার প্রিয় মানুষটি , কীভাবে মান ভাঙাবেন বলুন তো?
Your Relationship Tips: সরি বলুন। এই একটা শব্দ অনেক সম্পর্কের ব্যথার মলম হিসেবে কাজ করে কিন্তু। আপনি নিজের ইগোকে দূরে সরিয়ে সরি বলুন। ছোট হলেও একটু কিছু গিফট দেওয়ার চেষ্টা করুন।

সম্পর্কে ভাল থাকবেন যেভাবে
1/10

বাড়িতে তুমুল ঝগড়া। একটু কিছু হলেই দু'জনের মধ্যে ঝগড়া শুরু। কথা কাটাকাটি হচ্ছে। রেগে যাচ্ছে আপনার প্রিয় মানুষটি?
2/10

ভালবাসার মানুষটি রেগে গেলে আপনাকেও তো জানতে হবে যে কীভাবে তাঁর রাগ ভাঙানো যায়। আপনাকেই সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। কী করবেন বলুন তো?
3/10

সময় দিন। প্রেমিকা বা প্রেমিককে ওই মুহূর্তে কিছু না বলে একটু সময় দিন। একটু আলাদা থাকুন। দেখবেন মাথা ঠাণ্ডা হলে আবার সব আগের মত হয়ে যাবে।
4/10

সরি বলুন। এই একটা শব্দ অনেক সম্পর্কের ব্যথার মলম হিসেবে কাজ করে কিন্তু। আপনি নিজের ইগোকে দূরে সরিয়ে সরি বলুন। ছোট হলেও একটু কিছু গিফট দেওয়ার চেষ্টা করুন।
5/10

মোবাইকে জোকস, মিম পাঠাতে পারেন। চকোলেট উপহারও দিতে পারেন।
6/10

একটু পুরনো দিনের পন্থ অবলম্বন করতে পারেন। ফোনে নয়। চিঠি লিখুন। প্রিয় মানুষকে চমকে দিয়ে তাঁকে চিঠিতে ভালবাসার কথা জানান। বরফ কিন্তু গলবেই।
7/10

আপনার মানুষটি যদি খুব চিৎকার চেঁচামেচি করেন, তবে আপনিও তাঁর সঙ্গে পাল্লা দিয়ে তা করবেন না। নিজের মাথা ঠাণ্ডা রাখুন। মনে রাখবেন আগুনে ঘি ঢাললে কিন্তু সমস্যা বাড়বে।
8/10

আলিঙ্গন। সবচেয়ে সুন্দর একটি উপায়। নিজের প্রেমিক বা প্রেমিকাকে জড়িয়ে ধরুন। নিজের ভালবাসার জাহির করুন। আবেগঘন মুহূর্ত কিন্তু সব কিছু ভুলিয়ে দিতে পারে।
9/10

যদি দীর্ঘমেয়াদি সমস্যা হয়ে থাকে তবে একটু বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করুন। একটু আলাদা করে সময় কাটান। কাজ, অফিস কোনওকিছুকে তখন ধারেকাছে আসতে দেবেন না।
10/10

সম্পর্কে বোঝাপড়াটা দরকার। একটু বুঝিয়ে কথা বলুন। আদর করুন প্রিয় মানুষকে। তাঁকে বোঝান যে কেন আপনাদের ঝামেলা হচ্ছে। তা মেটানোর চেষ্টা করুন। দেখবেন সম্পর্কে মধুর সময় ফের ফিরে আসবে।
Published at : 23 Oct 2024 06:49 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
