এক্সপ্লোর
Decor Tips: সাজসজ্জায় কিছু পরিবর্তন, তাতেই ছোট ফ্ল্যাট বড় দেখাবে
Home Decor: ছোট ছোট পরিবর্তনেই মিলবে ফল। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10

মাথার উপর ছাদ গড়ে তোলা সহ কাজ নয়। আজকের দিনে পেট চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে ইঁট-সিমেন্টের দেওয়াল গাঁথার খরচ মাত্রাছাড়া। তাই শহরের বুকে এককামরার ফ্ল্যাট পেলেই বর্তে যান অনেকে। ছবি: পিক্সাবে।
2/10

কিন্তু ঋণের বোঝা ঘাড়ে নিয়েও অনেক সময় ফ্ল্যাট মনের মতো হয় না। ছোট্ট ফ্ল্যাটবাড়িতে আসবাব ঢোকানো হলে আরও ছোট দেখতে লাগে ঘর, বসার ঘর। তাই বলে তো আর যখন তখন আর ফ্ল্যাট পাল্টে ফেলা যায় না! ছবি: পিক্সাবে।
Published at : 25 Jan 2024 05:54 PM (IST)
আরও দেখুন






















