এক্সপ্লোর
Skin Care Routine: শুরু বিয়ের মরশুম, নতুন কনেদের জন্য রইল কিছু স্কিন কেয়ার টিপস, মেনে চলুন CTM রুটিন
Skin Care: ত্বকে ভালভাবে স্ক্রাব করা প্রয়োজন। অর্থাৎ স্কিন এক্সপফোলিয়েশন প্রয়োজন। এর ফলে ত্বকের মরা কোষ এবং জমে থাকা ময়লা দূর হবে। কমবে ব্ল্যাক হেডসের সমস্যাও।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

শীতের মরশুম মানেই শুরু হয়েছে বিয়ের মরশুমও। যাঁরা নতুন কনে তাঁদের কিন্তু একটু বেশিই ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। আর তার জন্যেই রইল কিছু সহজ টিপস।
2/10

বিয়ের কনেরা বিউটি পার্লার এবং স্যালোঁতে গিয়ে নানা ধরনের স্কিন ট্রিটমেন্ট করিয়ে থাকেন বিশেষ দিনের আগে। তবে বাড়ি বসেও কিন্তু ভালভাবেই ত্বকের পরিচর্যা করা যায়। সেক্ষেত্রে কী কী করণীয়, দেখে নেওয়া যাক।
Published at : 29 Nov 2023 09:10 AM (IST)
আরও দেখুন






















