এক্সপ্লোর
Vastu Tips: এক মুঠো সরষে দিয়ে কেল্লাফতে, মিটবে অর্থনৈতিক সমস্যা
Vastu Sashtra: দিনরাত পরিশ্রম করেও উপযুক্ত টাকা-পয়সা হাতে থাকে না, বাস্তুবিশেজ্ঞরা বলছেন, এসব কিছুর জন্য দায়ী বাস্তুর ত্রুটি।
কিভাবে হলুদ সরষে দিয়ে আপনি আপনার জীবনকেই পাল্টে দিতে পারে?
1/7

প্রত্যেকেই জীবনে উন্নতি, সুখ এবং সমৃদ্ধি চায়। মানুষ এর জন্য কঠোর পরিশ্রমও করে, কিন্তু এর পরেও তারা আশানুরূপ ফল কিছুতেই পায় না। অনেক সময় সবকিছু ভালো থাকা সত্ত্বেও কাজে কোনো বাধা বা কোনো সমস্যা আপনাকে কিছুতেই উন্নতির শিখরে উঠতে দেয় না। দিনরাত পরিশ্রম করেও উপযুক্ত টাকা-পয়সা হাতে থাকে না, বাস্তুবিশেজ্ঞরা বলছেন, এসব কিছুর জন্য দায়ী বাস্তুর ত্রুটি।
2/7

রান্নাঘরে থাকা মাত্র একটি জিনিস দিয়ে আপনি সমস্ত রকম বাস্তুদোষকে একেবারে চিরতরে টাটা বাই বাই বলতে পারেন, সমস্ত সমস্যা নিমেষের মধ্যে দূর হয়ে যাবে, দিনরাত পরিশ্রম করেও টাকা পাওয়া যায় না। সেক্ষেত্রে হলুদ সর্ষে আপনার জন্য ভীষণই উপযুক্ত।
Published at : 22 Jan 2023 02:00 PM (IST)
আরও দেখুন






















