এক্সপ্লোর
Broken Combs: বয়ে আনে দুর্ভাগ্য, অর্থক্ষয় হয় যেমন, সুতো ছিঁড়ে যায় সম্পর্কের, যে কারণে ভাঙা চিরুণি ঘরে রাখা উচিত নয়
Life Lessons: বাড়িতে থাকলে এখনই ফেলে দিন। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।
1/10

কষ্টার্জিত টাকায় কেনা জিনিস ফেলে দিতে বুকে শেল বেঁধে বইকি! তাই ভাঙাচোরা জিনিস দিয়েও কাজ চালানোর চেষ্টা করি আমরা।
2/10

কিন্তু ভাঙা চিরুণি ব্যবহার করা, ঘরে না রাখাই ভাল। এর সপক্ষে কিছু বিশ্বাস প্রচলিত রয়েছে।
3/10

ভাঙা চিরুণি ব্যবহার নিয়ে কোনও শাস্ত্রীয় বিধান না থাকলেও, ভাঙা চিরুণি দিয়ে চুল আঁচড়ানোকে অশুভ বলে ধরা হয়।
4/10

বলা হয়, ভাঙা চিরুণি অসম্পূর্ণতা, বিচ্ছিন্নতার প্রতীক। ভাঙা চিরুণি ব্যবহারে জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ বিঘ্নিত হতে পারে।
5/10

ভাঙা চিরুণি ব্যবহারে ব্যক্তিজীবনে সুখ, স্বাস্থ্য এবং আর্থিক ক্ষেত্রে সমস্যা নেমে আসে বলে মনে করা হয়।
6/10

চিরুণি পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যবোধেরও প্রতীক। কিন্তু ভাঙা চিরুণী নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে, সুখ-শান্তি এবং সমৃদ্ধির পথে অন্তরায় হয়ে দাঁড়ায় বলে মনে করেন অনেকে। চিনা ফেংশুই অনুযায়ী, ভাঙা চিরুণি দুর্ভাগ্য বয়ে আনে। সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে, সম্পদহানি হয়।
7/10

চিনা ফেংশুই অনুযায়ী, ভাঙা চিরুণি দুর্ভাগ্য বয়ে আনে। সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে, সম্পদহানি হয়।
8/10

ভাঙা চিরুণি ব্য়বহারে স্বামী-স্ত্রীর সম্পর্কে অশান্তি ঘনিয়ে আসে বলে মনে করা হয়। এমনকি বিয়ে ভেঙে যেতে পারে বলেও ধারণা অনেকের। চুলের সঙ্গে ভালবাসার অনুভূতিও জড়িয়ে থাকে। সুন্দর চুল দেখে প্রেমে পড়েন অনেকে। তাই ভাঙা চিরুণিকে অশুভ বলে ধরা হয় চিনা ফেংশুইয়ে।
9/10

তাই চিরুণির একটি দাঁতও ভেঙে গেলে সেটিকে ফেলে দেওয়ার পক্ষপাতী চিনারা। ওই চিরুণি ব্যবহার না করে, নতুন চিরুণি কিনতে ছোটেন।
10/10

লোক সংস্কৃতি বা প্রচলিত বিশ্বাসকে যদি বাদও রাখা হয়, ভাঙা চিরুণি ব্যবহার করা চুলের জন্যও ক্ষতিকর। এতে চুল ছিঁড়ে যাওয়ার ঝুঁকি থাকে যেমন, স্ক্যাল্প ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও থাকে। ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
Published at : 08 Feb 2025 07:42 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
মালদা
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
