এক্সপ্লোর
Bengal Cricket: নতুন মরসুমের আগে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিলেন বাংলার ক্রিকেটাররা
বাংলা দলের অনুশীলন শুরু
1/8

নতুন মরসুমের জন্য় প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলা ক্রিকেট দল। (সব ছবি সৌজন্যে সিএবি মিডিয়া)
2/8

এদিনও প্রস্তুতিতে মনোজ তিওয়ারির সঙ্গে অনেকক্ষণ গল্প করতে দেখা যায় অরুণ লালকে। ছিলেন সহকারী কোচ সৌরাশিষ লাহিড়ী।
3/8

কিছুদিন আগেই বাংলা দলের ফিটনেস ক্যাম্প শুরু হয়েছিল চণ্ডী গঙ্গোপাধ্যায় স্পোর্টস এরিনায়।
4/8

বাংলার তরুণ অলরাউন্ডার শাহবাজ আহমেদের সঙ্গেও অনেকক্ষণ কথা বলতে দেখা যায় বাংলার কোচকে।
5/8

বোলিং কোচ শিবশঙ্কর পালকেও দেখা গেল বাংলা দলের অনুশীলনে।
6/8

নেট সেশনে ব্যাট হাতে প্রস্তুতিতে মগ্ন অনুষ্টুপ মজুমদার।
7/8

বোলিং কোচ শিবশঙ্কর পালের সঙ্গে কথা বললেন দলের অভিজ্ঞ ব্যাটসম্যান অনুষ্টুপ মজুমদার।
8/8

তরুণ পেসার আকাশদীপকে অ্যাকশনের বিষয় শুধরে দিলেন বোলিং কোচ শিবশঙ্কর পাল।
Published at : 31 Jul 2021 07:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























