এক্সপ্লোর
Shirdi Sai Baba Temple: একাই ১৩ লক্ষের নেকলেস দান মহিলার, মাত্র ন'দিনে কোটি কোটি টাকা, সোনা-রুপো জমা পড়ল সাইবাবার মন্দিরে
Sai Baba Temple Donations: মুক্তহস্তে দান করলেন পুণ্যার্থীরা। —ফাইল চিত্র।
—ফাইল চিত্র।
1/11

নতুন বছরে উপচে পড়ল শিরডি সাইবাবা মন্দিরের কোষাগার। কোটি কোটি টাকা, সোনা, রুপোর গহনা দান করলেন পুণ্যার্থীরা।
2/11

মহারাষ্ট্রের অহমদনগর জেলায় অবস্থিত শিরডি সাইবাবার মন্দির। বছরভর সেখানে পুণ্যার্থীদেরর আনাগোনা লেগেই থাকে।
3/11

কিন্তু ২০২৪ সালের ২৫ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ২ জানুয়ারির মধ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থী মন্দিরে উপস্থিত হন। মন্দিরের দানবাক্সে দু'হাত উপুড় করে দেন তাঁরা।
4/11

জানা গিয়েছে, বড়দিন থেকে নতুন বছরের প্রথম দু'দিনে শিরডির সাইবাবার মন্দিরে ৮ লক্ষের বেশি পুণ্যার্থী উপস্থিত হন। বিনামূল্যে যে প্রসাদ বিতরণ হয়, তা খেয়েছেন ৬ লক্ষের বেশি পুণ্যার্থী।
5/11

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, ২৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি, এই ন'দিনে মন্দিরে শুধু প্রসাদই বিক্রি হয়েছে ২ কোটি টাকার।
6/11

উৎসবের মরশুম বলেই এত সংখ্যক পুণ্যার্থী মন্দিরে উপস্থিত হন, নতুন বছরের শুরুতে সাইবাবার আশীর্বাদ প্রার্থনা করেন বলে দাবি মন্দির কর্তৃপক্ষের।
7/11

ওই ন'দিনে মোট ১৭ কোটি টাকা জমা পড়েছে দানবাক্সে। নগদে দান করেছেন কেউ, কেউ আবার অন্য উপায়ে।
8/11

পাশাপাশি, মন্দিরে ৮০৯.২২ গ্রাম সোনা দান করেছেন পুণ্যার্থীরা। ১৪ কেজির বেশি রুপো দান করেছেন।
9/11

২৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি শিরডি মহোৎসবও চলছিল, যার আয়োজক ছিল শিরডি সাইবাবা সংস্থান ট্রাস্ট। ওই সময়ে দর্শনের জন্য ভিআইপি পাসের ব্যবস্থাও করা হয়।
10/11

নগদে দান করার পাশাপাশি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন অনুদান, চেক, ডিমান্ড ড্রাফ্ট এবং মানি অর্ডারেও মন্দিরে মুক্তহস্তে গান করেছেন পুণ্যার্থীরা। প্রসাদ হিসেবে লাড্ডুর প্যাকেট বিক্রি হয়েছে ৯ লক্ষ ৪৭ হাজার ৭৫০।
11/11

সম্প্রতি এক মহিলা মন্দিরে ১৩ লক্ষ টাকার সোনার নেকলেসও দান করেন।
Published at : 07 Jan 2025 12:49 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























