এক্সপ্লোর
২০২১-এ মুক্তি পাবে এই ছবিগুলি, বড় পর্দা মাতাবেন অক্ষয়, অজয় আর সলমন

1/9

অক্ষয় কুমার, লারা দত্ত, বাণী কপূর ও হুমা কুরেশি অভিনীত বেল বটম মুক্তি পাবে ২ এপ্রিল। পরিচালনায় রঞ্জিত এম তিওয়ারি।
2/9

সলমন খান অভিনীয় কভি ইদ কভি দিওয়ালি মুক্তি পাবে ইদে, ১৩ মে। পরিচালনা করছেন ফরহাজ সামজি।
3/9

১৬ জুলাই আসছে টাইগার শ্রফের হিরোপন্তি ২। নায়িকা তারা সুতারিয়া। পরিচালনায় আহমেদ খান।
4/9

অক্ষয় কুমারের রক্ষা বন্ধন মুক্তি পাবে ৫ নভেম্বর। পরিচালনা করছেন আনন্দ এল রাই।
5/9

অজয় দেবগণের ময়দান মুক্তি পাবে ১৫ অক্টোবর। অজয়ের সঙ্গে দেখা যাবে বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষকে। এছাড়া এতে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী প্রিয়ামণি ও গজরাজ রাও।
6/9

আগামী বছর ২৪ ডিসেম্বর মুক্তি পাবে আমির খান ও করিনা কপূরের লাল সিংহ চাড্ডা। পরিচালনায় অদ্বৈত চন্দন।
7/9

আগামী দীপাবলিতে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের রাম সেতু। পরিচালনায় অভিষেক শর্মা।
8/9

রণবীর সিংহ, করিনা কপূর, ভিকি কৌশল, আলিয়া ভট্ট, ভূমি পেডনেকর, জাহ্নবী কপূর ও অনিল কপূর অভিনীত তখত মুক্তি পাবে ৩ ডিসেম্বর।
9/9

অক্ষয় কুমার, ধনুষ ও সারা আলি খান অভিনীত আতরঙ্গী রে মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি। ছবিটি পরিচালনা করছেন আনন্দ এল রাই।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
আইপিএল
খবর
Advertisement
ট্রেন্ডিং
