এক্সপ্লোর
Headaches: যন্ত্রণায় ছিঁড়ে যায় মাথা, অথচ টেরই পায় না মস্তিষ্ক!
Science News: মাথার যন্ত্রণা কম-বেশি সকলেরই হয়। কিন্তু তাই বলে মস্তিষ্ক টেরও পাবে না!
ছবি: পিক্সাবে।
1/10

চিন্তা-ভাবনা থেকে শরীর, সবকিছুই পরিচালনা করে মস্তিষ্ক। কিন্তু মাথার যন্ত্রণা নিয়ে রয়েছে উদাসীনতা! মস্তিষ্কের কোষে সেই যন্ত্রণার লেশমাত্র পৌঁছয় না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
2/10

গবেষকরা জানিয়েছেন, শরীরের সবকিছু মস্তিষ্ক নিয়ন্ত্রণ এবং পরিচালনা করলেও, মাথার যন্ত্রণা শরীরের মাধ্যমেই ঠাহর করতে সক্ষম হয় মস্তিষ্ক। কারণ মস্তিষ্কের নিজের কোনও যন্ত্রণা টের পাওয়ার কল-কব্জা নেই।
Published at : 14 Mar 2023 08:02 PM (IST)
আরও দেখুন






















