এক্সপ্লোর
EB vs MB: ১৬৫৭ দিনের অপেক্ষার শেষ, অবশেষে ডার্বির রং লাল হলুদ
Durand Cup Derby 2023: প্রায় ১৬৬৬ দিন পরে ডার্বিতে জয় পেল ইস্টবেঙ্গল শিবির। শেষবার ২০১৯ সালে ডার্বি জিতেছিল লাল হলুদ শিবির।

গোলের পর সেলিব্রেশন নন্দকুমারের (ছবি ইমামি ইস্টবেঙ্গল)
1/9

যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ডার্বিতে জয় ছিনিয়ে নিল ইমামি ইস্টবেঙ্গল। ১-০ গোলে জয় পেল তারা।
2/9

এর আগের ৮টি ডার্বিতে টানা জয় ছিনিয়ে নিয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস। তবে এবার ২০১৯ সালের পর
3/9

প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধেই গোলের মুখ খুলে নেয় ইস্টবেঙ্গল। নন্দকুমারের গোলে ম্যাচে লাল হলুদ মশাল জ্বালায় ইস্টবেঙ্গল শিবির।
4/9

এদিন ম্যাচের শুরু থেকেই ২ দল আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে। ৪২ মিনিটের মাথায় ফ্রি কিক পায় ইমামি ইস্টবেঙ্গল। খাবরার শট নিলেও তা গোলমুখে পৌঁছানোর আগেই ক্লিয়ার করে দিলেন বাগান ডিফেন্ডাররা।
5/9

প্রথমার্ধে ৪ মিনিট ইনজুরি টাইমের ঘোষণা রেফারির। প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে বুমোসের ফ্রি কিক দুর্দান্তভাবে সেভ করেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক গিল।
6/9

এদিনের ম্যাচে দিমিত্রি পেত্রোতাস ও বুমোসের দিকে নজর ছিল সবুজ মেরুন সমর্থকদের। কিন্তু ২ জনের কেউই সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি।
7/9

নাওরেম, মান্দাররাও দেশাইদের মত তরুণ দেশীয় ফুটবলারদের সামনে এদিন বারবার আটকে যান বাগান ফুটবলাররা। হাজার চেষ্টা করেও গোলমুখ খুলতে পারেননি তাঁরা।
8/9

দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন নন্দকুমার। চেন্নাইয়ে জন্ম হওয়া ২৭ বছরের তরুণ উইঙ্গারের পা থেকে গোলার মত শট এসে বাগানের জালে জড়িয়ে যায়।
9/9

২০১৯ সালে জানুয়ারিতে শেষ বার ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। ফের ১৬৫৭ দিন পরে ডার্বিতে জয় ছিনিয়ে নিল লাল হলুদ ব্রিগেড।
Published at : 12 Aug 2023 08:31 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
