এক্সপ্লোর
ODI World Cup: কোন অঙ্কে ইডেনে ভারত-পাকিস্তান সেমিফাইনাল?
Ind vs Pak: অনেকে গুজব বলে গোটা ঘটনা উড়িয়েও দিয়েছিলেন। কিন্তু নিয়ম বলছে, ভারত-পাক ম্যাচ হতে পারে ইডেনে। কীভাবে?
![Ind vs Pak: অনেকে গুজব বলে গোটা ঘটনা উড়িয়েও দিয়েছিলেন। কিন্তু নিয়ম বলছে, ভারত-পাক ম্যাচ হতে পারে ইডেনে। কীভাবে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/28/8c8f07ea0aed75bc614dee512eea7ecc168792638976550_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
India vs Pakistan
1/10
![আসন্ন ওয়ান ডে বিশ্বকাপে (ICC World Cup) একটি সেমিফাইনাল-সহ মোট ৫ ম্যাচ আয়োজনের বরাত পেয়েছে সিএবি (CAB)। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ ম্যাচও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/28/759cfd64c1a5b5adb92a31f666cdf5574c1a0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আসন্ন ওয়ান ডে বিশ্বকাপে (ICC World Cup) একটি সেমিফাইনাল-সহ মোট ৫ ম্যাচ আয়োজনের বরাত পেয়েছে সিএবি (CAB)। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ ম্যাচও।
2/10
![তবে ভারত বনাম পাকিস্তান মহারণ আয়োজিত হবে আমদাবাদে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ১৫ অক্টোবর হবে সেই বহু প্রতীক্ষিত ম্যাচ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/28/d0e60336ba64c9e24e42fa39a9bedad236d94.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে ভারত বনাম পাকিস্তান মহারণ আয়োজিত হবে আমদাবাদে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ১৫ অক্টোবর হবে সেই বহু প্রতীক্ষিত ম্যাচ।
3/10
![কিন্তু ওয়ান ডে বিশ্বকাপে ইডেনেও হতে পারে ভারত-পাক মেগা ম্যাচ? কিন্তু কীভাবে সম্ভব?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/28/97f8072414b7d6a0b0d86417b1f45148183eb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু ওয়ান ডে বিশ্বকাপে ইডেনেও হতে পারে ভারত-পাক মেগা ম্যাচ? কিন্তু কীভাবে সম্ভব?
4/10
![তাহলে কি আমদাবাদের বিকল্প ভেন্যু হিসাবে ইডেনকে তৈরি থাকার কোনও বার্তা দিয়েছে আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/28/6e9d11a2fd3677b289ad983a7a2f55d46ba1a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাহলে কি আমদাবাদের বিকল্প ভেন্যু হিসাবে ইডেনকে তৈরি থাকার কোনও বার্তা দিয়েছে আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড?
5/10
![মঙ্গলবার রাত থেকে আচমকাই এরকম জল্পনা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন মহলে। অনেকে গুজব বলে গোটা ঘটনা উড়িয়েও দিয়েছিলেন। কিন্তু নিয়ম বলছে, ভারত-পাক ম্যাচ হতে পারে ইডেনে। কীভাবে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/28/e0672826e8cbe15b7cf490004fede2705da49.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মঙ্গলবার রাত থেকে আচমকাই এরকম জল্পনা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন মহলে। অনেকে গুজব বলে গোটা ঘটনা উড়িয়েও দিয়েছিলেন। কিন্তু নিয়ম বলছে, ভারত-পাক ম্যাচ হতে পারে ইডেনে। কীভাবে?
6/10
![চেন্নাই ও বেঙ্গালুরুর সঙ্গে লড়াই করে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল আয়োজনের বরাত পেয়েছে ইডেন। প্রথম সেমিফাইনালটি হবে ওয়াংখেড়েতে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/28/d25d06d09d291e410da7f75583fd1de98412f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চেন্নাই ও বেঙ্গালুরুর সঙ্গে লড়াই করে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল আয়োজনের বরাত পেয়েছে ইডেন। প্রথম সেমিফাইনালটি হবে ওয়াংখেড়েতে।
7/10
![দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। সেক্ষেত্রে দুই দলের মোলাকাত হবে ইডেনে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/28/c078b11520fbc2f5d93c75925bcf5190c25b4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। সেক্ষেত্রে দুই দলের মোলাকাত হবে ইডেনে।
8/10
![মঙ্গলবার আইসিসি-র তরফে যে সূচি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, ভারত সেমিফাইনালে উঠলে ওয়াংখেড়েতে খেলা হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/28/18f1ede091c80f9ea6f98d949487e59ccb8ce.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মঙ্গলবার আইসিসি-র তরফে যে সূচি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, ভারত সেমিফাইনালে উঠলে ওয়াংখেড়েতে খেলা হতে পারে।
9/10
![কিন্তু পাকিস্তান শেষ চারে ওঠা মানে ইডেনেই হবে ম্যাচ। আর ভারত ও পাকিস্তান মুখোমুখি হলে সেই ম্যাচ হবে ইডেনেই। যেহেতু ওয়াংখেড়েতে পাক দলকে নিয়ে যাওয়ার কোনও চেষ্টাই করবে না বোর্ড।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/28/1a45534fd49ed7135c302b4517e15031d0998.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু পাকিস্তান শেষ চারে ওঠা মানে ইডেনেই হবে ম্যাচ। আর ভারত ও পাকিস্তান মুখোমুখি হলে সেই ম্যাচ হবে ইডেনেই। যেহেতু ওয়াংখেড়েতে পাক দলকে নিয়ে যাওয়ার কোনও চেষ্টাই করবে না বোর্ড।
10/10
![অতীতেও পাকিস্তানের ম্যাচে শিবসেনার পিচ খুঁড়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেমিফাইনালে উঠলে পাকিস্তানের ম্যাচ হবে কলকাতাতেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/28/7737ad40d0ce46e41f4ad23fc41d645921dfc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অতীতেও পাকিস্তানের ম্যাচে শিবসেনার পিচ খুঁড়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেমিফাইনালে উঠলে পাকিস্তানের ম্যাচ হবে কলকাতাতেই।
Published at : 28 Jun 2023 09:58 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)