Mobile SIM Fraud: আপনার নামে সিমকার্ড তুলে সাইবার অপরাধীরা করছে অপরাধ ! কীভাবে সুরক্ষিত থাকবেন ? সমাধান দিল সরকার
Cyber Crime : সাইবার অপরাধীরা আপনার নথি দিয়ে একটি নতুন সিম কার্ড নিতে পারে। পরবর্তীকালে সেই সিম কাজে লাগিয়ে করতে পারে বড় সাইবার অপরাধ। শেষে যার ফল ভুগতে হতে পারে আপানকেই।

Cyber Crime : দেশে ডিজিটালাইজেশনের (Digital India) সঙ্গে সঙ্গে ক্রমাগত বাড়ছে সাইবার অপরাধের (Cyber Crime) ঘটনা। এমন অনেক ঘটনাও প্রকাশ্যে এসেছে, যেখানে সাইবার অপরাধীরা অন্য কারও নামে সিম কার্ড (SIM Card) নিয়ে প্রতারণা করছে। এই অপরাধের শিকার হতে পারেন আপনিও। সাইবার অপরাধীরা আপনার নথি দিয়ে একটি নতুন সিম কার্ড নিতে পারে। পরবর্তীকালে সেই সিম কাজে লাগিয়ে করতে পারে বড় সাইবার অপরাধ। শেষে যার ফল ভুগতে হতে পারে আপানকেই। কীভাবে এড়াবেন এই জালিয়াতিচক্র , উপায় বলছে সরকার।
এখানে কমিউনিকেশন পার্টনার করবে সাহায্য
এই ক্ষেত্রে আপনি টেলিযোগাযোগ বিভাগের সঞ্চার সাথী পোর্টালে গিয়ে আপনার নামে জারি করা সিম কার্ডটি পরীক্ষা করতে পারেন। এখানে আপনি আপনার নামে রেজিস্টার্ড সব নম্বর সম্পর্কে তথ্য পাবেন। আপনি যদি মনে করেন, আপনার নামে নেওয়া কোনও নম্বর আপনি নেননি, তাহলে আপনি এখানে রিপোর্ট করতে পারেন। আপনার নামে রেজিস্টার্ড মোবাইল নম্বর চেক করার পদ্ধতি খুবই সহজ।
Cyber Crime : জেনে নিন প্রতারণা থেকে বাঁচার উপায়
১ প্রথমে সঞ্চার সাথীর ওয়েব পোর্টাল বা অ্যাপ খুলুন।
২ এর পরে আপনার নামে জেনে নিন মোবাইল কানেকশন প্রেস বা ক্লিক করুন।
৩ এবার TAFCOP এর একটি নতুন পৃষ্ঠা খুলবে। এখানে মোবাইল নম্বর এন্টার করার পর আপনাকে ক্যাপচা যাচাই করতে হবে।
৪ এখানে আপনার মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি এন্টার করে লগ ইন করুন। এখানে আপনি আপনার নামে রেজিস্টার্ড সব সিম কার্ড সম্পর্কে তথ্য পাবেন।
৫ আপনি যদি মনে করেন আপনার নামে রেজিস্টার্ড একটি নম্বর আছে, যা আপনি ব্যবহার করেন না, তাহলে আপনি এটি ব্লক করার অনুরোধ করতে পারেন। আপনার অনুরোধে কাজ করে টেলিকম কোম্পানি সেই নম্বরটি ব্লক করবে।
সতর্ক না থাকলে ভুগবেন
আজকের ডিজিটাল দুনিয়ায় সাইবার ক্রাইমের ক্রমবর্ধমান ঘটনার মধ্যে সতর্ক হওয়া খুবই জরুরি হয়ে পড়েছে। যেকোনও কাজের জন্য আপনার নথিগুলি ও বিশেষত আধার কার্ডটি মাস্ক করার পরেই তা শেয়ার করুন। এটি তাদের অপব্যবহারের সম্ভাবনা হ্রাস করে। এছাড়াও, নথির অপব্যবহারের বিষয়ে 1930 হেল্পলাইনেও অভিযোগ করা যেতে পারে।
আরও পড়ুন এখানে : Credit Card: ক্রেডিট কার্ডের বিল না দিলেও হুমকি দিতে পারে না ব্যাঙ্ক, জানুন আপনার অধিকার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
