এক্সপ্লোর
কোর্টরুম থেকে সরাসরি: সুশান্ত-মৃত্যুর তদন্ত করবে সিবিআই, সুপ্রিম কোর্টে জানান সলিসিটর জেনারেল, এরপর এজলাসে কী যুক্তি-পাল্টা যুক্তি দেন রিয়া ও সুশান্তের পরিবারের আইনজীবী?

1/17

2/17

3/17

4/17

অত্যন্ত প্রতিভাবান একজন শিল্পী সন্দেহজনক পরিস্থিতিতে মারা গিয়েছেন। এটি চলচ্চিত্র জগতের বিষয়। প্রত্যেক ব্যক্তির নিজস্ব মতামত রয়েছে। তবে এতে দ্বিমত থাকতে পারে না যে, সত্য সামনে আসা উচিত। সিবিআই তদন্ত নিয়ে কোনও মন্তব্য না করলেও, বিচারপতি বলেন, একই মামলা নিয়ে দু’টি পৃথক রাজ্যের পুলিশের তদন্ত করা ঠিক হচ্ছে না।
5/17

6/17

7/17

বিহার সরকারের আইনজীবী মুকুল রোহতগি বলেন, মহারাষ্ট্র সরকারের আইনজীবী, রিয়ার পক্ষ নিয়ে সওয়াল করছেন। পাল্টা মহরাষ্ট্র সরকারের আইনজীবী বলেন, এই ঘটনায় এফআইআর দায়ের অথবা তদন্তের এক্তিয়ার পটনা পুলিশের নেই। এটাকে রাজনৈতিক মামলায় পরিণত করা হয়েছে।
8/17

যা ভালভাবে নেননি সুপ্রিম কোর্টের বিচারপতিও। তিনি বলেন, কোর্টরুম বিহার পুলিশের অফিসারকে কোয়ারেন্টিনে পাঠানো, মুম্বই পুলিশের পেশাদারি মনোভাব সম্পর্কে ভালো বার্তা দেয়নি।
9/17

10/17

এর তীব্র বিরোধিতা করেন সুশান্তের পরিবারের আইনজীবী। উল্টে তার অভিযোগ, মহারাষ্ট্র পুলিশ তদন্তে বিহার পুলিশকে সহযোগিতা করছে না। মহারাষ্ট্র পুলিশ মামলার তথ্যপ্রমাণ নষ্ট করছে।
11/17

12/17

13/17

14/17

তিনি বলেন, কেন্দ্র সরকার কী করবে, কী না করবে তা শুনানির বিষয় নয়। সব ঘটনাই মুম্বইতে ঘটেছে। আমাদের দাবি, বিহার পুলিশকে তদন্ত থেকে বিরত রাখা হোক। রিয়াকে গ্রেফতার করা ঠিক হবে না।
15/17

বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চে শুনানি চলাকালীন, সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সুশান্ত সিংয়ের মৃত্যুর তদন্তভার সিবিআইকে হস্তান্তরের জন্য বিহার সরকারের সুপারিশ পেয়েছে কেন্দ্র। সেটি নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান রিয়ার আইনজীবী শ্যাম দিভান। তিনি বলেন, কেন্দ্র সরকার কী করবে, কী না করবে তা শুনানির বিষয় নয়।
16/17

বিহারে বিজেপি-জেডিইউ জোট সরকারের সুপারিশ মেনে নিল মোদির সরকার। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করবে সিবিআই। সুপ্রিম কোর্টে জানালেন সলিসিটর জেনারেল।
17/17

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে তদন্ত করবে সিবিআই। বিহার সরকারের সুপারিশে সম্মতি দিয়ে বুধবারই সুপ্রিম কোর্টে জানিয়েছে কেন্দ্র।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
