এক্সপ্লোর
Whatsapp Call: হোয়াটসঅ্যাপ কলে লুকিয়ে এই বিপদ! কথা বলা হতে পারে ঝুঁকিপূর্ণ! কেন?
বর্তমানে WhatsApp আমাদের সাধারণ যোগাযোগের মাধ্যম। ভিডিও কল ও মেসেজের জন্য ব্যবহার হয়, তবে আপনার লোকেশন ট্র্যাক হতে পারে।
হোয়াটসঅ্যাপ কলে ওৎ পেতে বিপদ?
1/5

যদি WhatsApp কলের মাধ্যমে আপনার লোকেশন ট্র্যাক করা হয়, তবে এটি আপনার ব্যক্তিগত ডেটা এবং সুরক্ষার জন্য হুমকি হতে পারে। এটি আটকাতে WhatsApp এর Protect IP Address in Calls ফিচার সহায়ক হয়। এই ফিচার আপনার কলগুলিকে সম্পূর্ণ সুরক্ষিত করে এবং কোনো হ্যাকার বা স্ক্যামারের দ্বারা ট্র্যাক হওয়া থেকে বাঁচায়। যদিও এই ফিচারটি ডিফল্টভাবে বন্ধ থাকে, তাই ব্যবহারকারীদের এটি নিজে চালু করতে হয়।
2/5

এটা চালু করা সহজ। প্রথমে WhatsApp অ্যাপ খুলুন এবং স্ক্রিনের উপরে ডান দিকে দৃশ্যমান তিনটি ডট-এ ক্লিক করুন। তিনটি ডট-এ ট্যাপ করার পরে সেটিংসে যান। সেটিংস-এ “Privacy” অর্থাৎ গোপনীয়তা-র বিকল্পটি পাওয়া যাবে, সেটিতে ক্লিক করুন।
Published at : 15 Dec 2025 11:07 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















