এক্সপ্লোর
Moto E13: ভারতে আসছে মোটো ই১৩, একঝলকে দেখে নিন এই ফোনের সম্ভাব্য বিভিন্ন ফিচার, স্পেসিফিকেশন ও দাম
Smartphone: মোটো ই১৩ (Moto E13) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। যদিও এখনও এই ফোন লঞ্চের আনুষ্ঠানিক দিনক্ষণ জানা যায়নি।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

ভারতে নতুন ফোন লঞ্চ করবে মোটোরোলা (Motorola) সংস্থা। শোনা যাচ্ছে, এই ফোন একটি বাজেট ফ্রেন্ডলি মডেল হতে চলেছে। অর্থাৎ ফোনের দাম থাকবে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে।
2/10

মোটো ই১৩ (Moto E13) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। যদিও এখনও এই ফোন লঞ্চের আনুষ্ঠানিক দিনক্ষণ জানা যায়নি।
Published at : 29 Jan 2023 11:38 PM (IST)
আরও দেখুন






















