এক্সপ্লোর
Smartphone Under 9000: চার ক্যামেরা-সহ বড় ডিসপ্লে, ৯ হাজারের বাজেটে পাবেন এই স্মার্টফোনগুলি
SAMSUNG_Galaxy_M02
1/6

POCO C3: এই স্মার্টফোনে 6.53 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 3 GB RAM সহ 32 GB ইন্টারনাল মেমরি রয়েছে। ফোনে পাওয়ারের জন্য 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এটি Flipkart-এ 8549 টাকায় পাওয়া যাচ্ছে।
2/6

REDMI 9i Sport: 6.53 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে এই ডিভাইসে। এতে 4 গিগাবাইট র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল মেমরি রয়েছে। ফোনে পাওয়ারের জন্য এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে পাবেন 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা। এটি ফ্লিপকার্টে 8999 টাকায় বিক্রি হচ্ছে।
Published at : 21 Mar 2022 10:57 PM (IST)
আরও দেখুন






















