এক্সপ্লোর
Smartphones: গ্যাজেট প্রেমীদের জন্য সুখবর, ফেব্রুয়ারিতে ভারতে আসছে এই স্মার্টফোনগুলি
Upcoming Smartphones: ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হতে চলেছে বেশ কয়েকটি স্মার্টফোন। তালিকায় কোন কোন ফোন রয়েছে একনজরে দেখে নিন।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

ভারতে আসছে ওপ্পোর নতুন ফোন ওপ্পো রেনো ৮টি ৫জি (Oppo Smartphone)। আগামী ৩ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চ হবে ভারতে।
2/10

ওপ্পো রেনো ৮ সিরিজের (Oppo Reno 8 Series) তৃতীয় মডেল হতে চলেছে এই ফোন। এর আগে লঞ্চ হয়েছে ভ্যানিলা মডেল ওপ্পো এনো ৮ (Oppo Reno 8) এবং ওপ্পো রেনো ৮ প্রো (Oppo Reno 8 Pro)।
3/10

শোনা যাচ্ছে, নতুন ওপ্পো রেনো ৮টি ৫জি ফোনে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে।
4/10

এছাড়াও ওপ্পো রেনো ৮টি ৫জি ফোনে একটি ৪৮০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে থাকতে পারে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
5/10

আগামী ৭ ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১১আর (OnePlus 11R 5G) ফোন। ভারতে এই ফোন লঞ্চ হচ্ছে ওয়ানপ্লাস ১০আর ৫জি- র সাকসেসর মডেল হিসেবে।
6/10

ওয়ানপ্লাস আর সিরিজের এই স্মার্টফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকতে পারে। গ্রে এবং গ্যালাক্টিক সিলভার- এই দুই রঙের শেডে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোন। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
7/10

ভিভো ওয়াই১০০ ফোন ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে।
8/10

শোনা যাচ্ছে, এই ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাহায্যে পরিচালিত হতে পারে এই ফোন।
9/10

স্লিম ডিজাইনে লঞ্চ হতে পারে এই ফোন। ওজনেও হাল্কা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি থাকতে পারে Colour Changing Rear Panel। সম্ভবত এই ফোনই প্রথম ভিভো ফোন হতে চলেছে যেখানে দুটো কালার চেঞ্জিং অপশন থাকতে পারে।
10/10

শোনা যাচ্ছে, মোটোরোলা 'ই' সিরিজের (Motorola E Series Phone) আসন্ন ফোন মোটো ই১৩ আগামী মাসের শুরুর দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরুতে ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মোটো ই১৩ ফোন ভারতে লঞ্চ হতে পারে। ছবি সূত্র- পিক্সেলস।
Published at : 30 Jan 2023 11:29 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























