এক্সপ্লোর
Indian Messaging App: হোয়াটসঅ্যাপকে পাল্লা দিতে ভারতের নিজস্ব Arattai অ্যাপ, কীভাবে ব্যবহার করবেন ?
Arattai App: Arattai একটি তামিল শব্দ যার অর্থ 'ক্যাজ্যুয়াল চ্যাট'। অনেকটা হোয়াটসঅ্যাপের মতোই এই অ্যাপ। অ্যান্ড্রয়েড এবং আইওএস- ২ ধরনের ডিভাইসেই ব্যবহার করা যাবে এই অ্যাপ।
ছবি সূত্র- এক্স
1/10

ছবি সূত্র- পিক্সেলস। হোয়াটসঅ্যাপকে পাল্লা দিতে অনেকদিন আগেই হাজির হয়েছে Arattai অ্যাপ। সম্প্রতি নতুন রেকর্ড গড়েছে এই দেশীয় অ্যাপ।
2/10

ছবি সূত্র- পিক্সেলস। অ্যাপ স্টোরের সোশ্যাল নেটওয়ার্কিং ক্যাটেগরিতে শীর্ষ স্থান অধিকার করেছে এই দেশীয় অ্যাপ। চেন্নাইয়ের Zoho Corporation এই অ্যাপ নির্মাণ করেছে।
3/10

ছবি সূত্র- এক্স। আপাতত এই দেশীয় অ্যাপকে বলা হচ্ছে ভারতের নিজস্ব মেসেজিং সলিউশন। ২০২১ সালের জানুয়ারি মাসে চেন্নাইয়ের Zoho Corporation লঞ্চ করেছিল তাদের অ্যাপ Arattai
4/10

ছবি সূত্র- এক্স। সেই সময়েই হোয়াটসঅ্যাপ সংস্থা তাদের প্রাইভেসি পলিসিতে বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছিল। ভারত সরকার অনেক দিন ধরেই 'আত্মনির্ভর ভারত' প্রকল্পকে গুরুত্ব দিচ্ছে। এই প্রকল্পেরই আওতাধীন দেশীয় অ্যাপ Arattai
5/10

ছবি সূত্র- এক্স। Zoho- র প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু জানিয়েছেন, মাত্র তিনদিনে এই অ্যাপ 100x বৃদ্ধির রেকর্ড করেছে। আশ্চর্যজনক ভাবেই দৈনিক সাইন-আপের সংখ্যা ৩০০০ থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে হয়েছে প্রতিদিনে ৩,৫০,০০০, যা সত্যিই চমকে দেওয়ার মতো।
6/10

ছবি সূত্র- এক্স। Arattai একটি তামিল শব্দ যার অর্থ 'ক্যাজ্যুয়াল চ্যাট'। অনেকটা হোয়াটসঅ্যাপের মতোই এই অ্যাপ।
7/10

ছবি সূত্র- এক্স। ইউজাররা এই অ্যাপের সাহায্যে টেক্সট এবং ভয়েস মেসেজ করতে পারবেন। ভয়েস এবং ভিডিও কল করতে পারবে।
8/10

ছবি সূত্র- এক্স। ফটো, ভিডিও, ডকুমেন্ট শেয়ার করতে পারবেন। স্টোরি দেওয়ার সুবিধাও রয়েছে। বানিয়ে নিতে পারবেন গ্রুপ। খুলতে পারবেন চ্যানেল।
9/10

ছবি সূত্র- এক্স। অ্যান্ড্রয়েড এবং আইওএস- ২ ধরনের ডিভাইসেই ব্যবহার করা যাবে এই অ্যাপ। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর ২ জায়গাতেই পাবেন এই অ্যাপ। ইউজাররা ফোন নম্বর দিলেই ব্যবহার করতে পারবেন Arattai অ্যাপ।
10/10

ছবি সূত্র- এক্স। হঠাৎ করে এই সাফল্য আসায় Zoho- র টিমও কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে Arattai অ্যাপের যাবতীয় প্রযুক্তিগত ত্রুটি সমাধান করতে এবং অ্যাপের ব্যাকএন্ড একদম নিখুঁত রাখার ব্যাপারে।
Published at : 30 Sep 2025 03:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























