চারটি বিষধর সাপ পোষ্যটির মালিকের বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। সেগুলির সঙ্গে লড়াই করে চারটিকেই মারতে সক্ষম হয় সে। কিন্তু লড়াইয়ে জিতলেও বিষাক্ত সাপগুলির ছোবলে মৃত্যুর মুখে ঢলে পড়ে ডোবারম্যানটি।
2/3
3/3
মাত্র কয়েকমাস আগে বাড়িতে নিয়ে আসা হয়েছিল ডোবারম্যানটিকে। মালিকের পরিবারকে বাঁচাতে নিজের প্রাণের বিনিময়ে চারটি কোবরার সঙ্গে রাতভর লড়াই করে সে। অবেশেষে বিষের প্রকোপ থেকে রেহাই পায়নি নিজেও। উড়িষ্যার ভুবনেশ্বরের ঘটনা।