চুমু খাওয়ার সময় কেউ এতটা ভাবে না, কিন্তু সত্যিই চুমু খেলে কমে উচ্চরক্তচাপ, হাইপারটেনশন এবং দুশ্চিন্তার মতো বিভিন্ন ব্যধি।
2/7
মাথায় যন্ত্রণা বা মাইগ্রেনের মতো ক্রনিক ব্যথার থেকেও মুক্তি দেয় চুম্বন
3/7
মেয়েদের মাসিকের সময়ের যন্ত্রণা কমাতে চুমুর ভূমিকা অনস্বীকার্য
4/7
মুড ভাল রাখতে চুমুর উপকারীতা অনেক। চুমু খেলে আমাদের মস্তিষ্কে মুড ভাল করার হরমোন, ডোপামিন এবং সেরোটোনিন ক্ষরিত হয়। ক্ষরিত হয় অক্সিটোসিনও। যা যুগলদের মধ্যে রোমান্টিক মুড তৈরি করে।
5/7
চুমুর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হৃদয়ের সঙ্গের। তাই দেখা গিয়েছে, যাঁরা হামেশাই চুমু খান তাঁদের হৃদপিণ্ড অনেক বেশি সুস্থ-সবল
6/7
চুম্বন মানে শুধু প্রেমের বহিঃপ্রকাশই নয়, চুম্বনের বহু গুনও আছে। বিশেষজ্ঞরাই বলছেন চুম্বন শরীরের বহু অসুখকে এক নিমেষে কমিয়ে দেয়
7/7
চুমু খাওয়ার সময় যুগলের ব্যথার উপশম না হলেও মনের ব্যথার উপশম অবশ্যই হয়। কিন্তু বাস্তব বলছে, চুমু খেলে মস্তিষ্কে এন্ডরফিন নামের এক হরমোনের ক্ষরণ বেশি হয়, যা দেহে ব্যথা-বেদনা কমাতে সাহায্য করে।