রায়না বরাবর লাইমলাইট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। রবিবার নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গেই জন্মদিন পালন করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লোগো দিয়ে সজ্জিত একটি সুদৃশ্য কেক আনা হয়েছে। আর স্বামীকে আলিঙ্গনবদ্ধ অবস্থায় প্রিয়াঙ্কাকে দারুন দেখাচ্ছে। (ছবি- ট্যুইটার/সুরেশ রায়না ফ্যা পেজ)
2/8
২০১৩ সালে রায়না তাঁর বাবার জন্মদিনে একটি পোর্শে বক্সটার লিমিটেড এডিশন গাড়ি কেনেন। (ছবি- ইনস্টাগ্রাম/সুরেশ রায়না)
3/8
রায়না হলেন ভারতের দ্বিতীয় কনিষ্ঠতম ক্রিকেটার, যিনি দেশের অধিনায়কত্ব করেছেন। রায়না উত্তরপ্রদেশর বাসিন্দা। তিনিই প্রথম ক্রিকেটার যিনি আইপিএল-এর প্রতিটি এডিশনে ৪০০ বা তার বেশি রান করেছেন। পাশাপাশি, তিনিই প্রথম ভারতীয় এবং বিশ্বে দ্বিতীয় ক্রিকেটার যিনি আইপিএলে ১০০টি ছক্কা হাঁকিয়েছেন। (ছবি- ইনস্টাগ্রাম/সুরেশ রায়না)
4/8
তবে, ব্যাট হাতে ধারাবাহিকতার অভাব, প্রয়োজনের সময় ব্যর্থতা তাঁকে দলের বাইরে করে দিয়েছে। তবে, রায়না আগাগোড়াই টিমম্যান। (ছবি- ইনস্টাগ্রাম/সুরেশ রায়না)
5/8
গত ১৪ মে, রায়না প্রথমবার বাবা হন। আমস্টারডামে তাঁর স্ত্রী কন্যাসন্তানের জন্ম দেন। রায়না মেয়ের নাম রাখেন গ্রাসিয়া। (ছবি- ইনস্টাগ্রাম/সুরেশ রায়না)
6/8
দীর্ঘদিনের বান্ধবী প্রিয়াঙ্কা চৌধুরিকে বিয়ে করেন রায়না। তাঁদের পরিবার গাজিয়াবাদে থাকে। সেখান থেকেই আলাপ দুজনের। (ছবি- ইনস্টাগ্রাম/সুরেশ রায়না)
7/8
‘ওয়ান-লাইনার’ জোকস বলার জন্য বেশ নামডাক রয়েছে বীরেন্দ্র সহবাগের। তিনি এদিন ট্যুইটারে এই ছবি পোস্ট করে লেখেন, আমাকে যখন লোকে প্রশ্ন করতেন, আপনি কি আয়না দেখেছেন? আমি উত্তরে বলতাম, আমি রায়না দেখেছি। শুভ জন্মদিন সুরেশ রায়না। (ছবি- ট্যুইটার)
8/8
রবিবার তিরিশ পূর্ণ করলেন সুরেশ রায়না। তিনি প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি ক্রিকেটের তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি করার নজির গড়েছেন। (ছবি- এপি)