এক্সপ্লোর
রং খেলার পর সহজে কীভাবে তুলবেন রঙের প্রলেপ ? কীভাবেই বা নেবেন ত্বকের যত্ন? রইল টিপস
1/6

ক্যালেন্ডারে দোল ২১ মার্চ। তবে শহর জুড়ে রঙের উৎসব শুরু হয়েছে ইতিমধ্যেই। মুখের ক্যানভাসে লাল-হলুদ-সবুজের পোঁচ বলছে বসন্ত এসে গেছে। কিন্তু তারপর? নানা রঙে সেজে উঠতে বেশ ভাল লাগে ঠিকই, কিন্তু তা তুলতে কসরত করতে হয় বেশ! দোলের রং নিরাপদে তুলে ফেলার সহজ টিপস রইল এবিপি আনন্দের তরফে।
2/6

দোলের দিন তো বটেই, বছরের ৩৬৫ দিনই ত্বকের যত্ন নিতে প্রচুর জল খান! জল ত্বককে আর্দ্র ও নরম রাখে ভেতর থেকে।
Published at : 20 Mar 2019 07:47 AM (IST)
Tags :
HoliView More






















