৭ বছরেরও বেশি সময় ধরে নিউম্যান পুলিশ বিভাগে কাজ করেছেন রণিল। পুলিশ কুকুরদের প্রশিক্ষণের দায়িত্ব ছিল তাঁর। এর আগে তিনি মার্সড কাউন্টি শেরিফ বিভাগে কর্মরত ছিলেন।
2/5
রণিলের বাড়িতে রয়েছেন স্ত্রী অনামিকা। ৫ মাসের একটি ছেলেও রয়েছে তাঁর।
3/5
শেরিফের অফিস জানিয়েছে, রণিল আচমকা রেডিওয় চিৎকার করে ওঠেন ‘গুলি চলেছে’ বলে। বেশ কয়েকজন পুলিশকর্মী তাঁর সাহায্যে ছুটে আসেন। তিনি মাটিতে পড়েছিলেন, গায়ে একাধিক গুলির ক্ষত।
4/5
মৃত রণিল সিংহের বয়স ছিল ৩৩, তিনি নিউম্যান পুলিশ বিভাগের কর্পোরাল পদে ছিলেন। ওভারটাইম করার সময় এক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ গুলি করে তাঁকে।
5/5
আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বড়দিনের রাতে ভিড় নিয়ন্ত্রণে ব্যস্ত এই ভারতীয় বংশোদ্ভূত পুলিশ অফিসার খুন হয়েছেন।