এক্সপ্লোর
আসতে চলেছে নয়া প্রযুক্তি, এটিএম থেকে টাকা তুলতে লাগবে না পাসওয়ার্ড-পিন
1/8

এটিএমের পাসওয়ার্ড মনে রাখাটা একটা সমস্যার বিষয়। এবার এই ঝঞ্জাটের হাত থেকে রেহাই মিলতে চলেছে। এমন এক পদ্ধতি আসতে চলেছে, যাতে গ্রাহকদের পিন নম্বর মনে রাখতে হবে না।
2/8

এটিএম ব্যবহারের সময় গ্রাহকের তথ্যাদি অন্য কারুর হাতে চলে যাওয়ারও একটা আশঙ্কা থাকে। এই ধরনের সাইবার ক্রাইমের হাত থেকে মুক্তির একটা উপায় হল ডেবিট কার্ড তুলে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্চ অ্যাকসেস করার জন্য স্মার্টফোন ও ক্লাউড প্রযুক্তির ব্যবহার। কয়েকটি ব্যাঙ্ক এ বিষয়ে কাজ করছে যাতে গ্রাহক স্মার্টফোনে অ্যাপের সাহায্যে ক্লাউড কম্পিউটিং-এর প্রয়োগ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত লেনদেন ও আর্থিক কাজ করতে পারেন।আগামী দিনে এ ধরনের প্রযুক্তি চালু হবে বলেই আশা। সেক্ষেত্রে এটিএম থেকে টাকা তোলার জন্য কার্ড বা পিন নম্বর মনে রাখার দরকার হবে না। এক্ষেত্রে কাজ করবে গ্রাহকের হাতের তালু ও চেহারার বৈশিষ্ট্য। এজন্য পুরোদমে কাজ চলছে। এর মাধ্যমে নিউ এজ ব্যাঙ্কিং ব্যাবস্থা চালু হবে। এই ব্যবস্থা চালু হলে গ্রাহকদের সুরক্ষা যেমন বাড়বে, তেমনি ব্যাঙ্কেরও এটিএমের জন্য ব্যয়ও কমবে।
Published at : 18 Aug 2016 01:21 PM (IST)
Tags :
ATMView More





















