এক্সপ্লোর
রাজকোটের রাস্তায় ফের ঘুরছে স্টোনম্যান, পাথর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ৪জনের মাথা
1/6

এই প্রথম সে রাজকোটে এভাবে আতঙ্ক ছড়ায়নি। ২০০৯-এও তার হাতে মারা পড়েন ৩জন। পুলিশ তাকে ধরার আগেই সে খুন করা বন্ধ করে দেয়। লোকে ভুলে যায় তাকে। আবার এত বছর পর আবার ঘর ছেড়ে বেরিয়েছে সে। ধীরাজভাই বিকানি তার শেষতম শিকার।
2/6

সকলে ভয় পায় তাকে। কেউ তাকে আজও দেখেনি। কাউকে ছাড় দেয় না এই খুনি। যদি তুমি অজান্তে তার সামনে পড়ে যাও, সে তোমাকেও মেরে ফেলবে। এবার এখনও পর্যন্ত তার শিকার ৪জন।
Published at : 01 Jul 2016 01:52 PM (IST)
View More






















