অন্য একটি ট্যুইটে অনুপমকে নিশানা করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘ছোট্ট মেয়ের বাবাকে প্রশ্ন, চাটুকারের সেরা বর্ণনা কী? বাবার উত্তর- অনুপম খের’।
2/6
অন্য একটি ট্যুইটে কৌতুক- ‘দুর্নীতির সবচেয়ে ভালো উদাহরণ কী? উত্তর- কংগ্রেস’।
3/6
ট্যুইটার ও ট্রোলিংয়ের সম্পর্ক তো সবাই জানেন। এই দুই ট্যুইটের পর ট্রোলের পর্ব শুরু হয়ে যায়। তারুর ও অনুপম- দুজনেই এই ট্রোলের নিশানা হয়েছেন। কেউ তারুর ব্যঙ্গ করেছেন, কেউ অনুপমকে। একজন ট্যুইটারে কৌতুক পোস্ট করেছেন- ‘ছোট সিকান্দর বাবাকে প্রশ্ন করছে, এক যে ছিল-র সেরা উদাহরণ কী। জবাব এসেছে, মাথার কেশ। উল্লেখ্য, সিকান্দার অনুপমের পুত্র। আর অনুপমের মাথায় চুল নেই’।
4/6
তারুর বোধহয় ভাবতে পারেননি, কোনও বিজেপি নেতা নয়, এই ট্যুইট নিয়ে তাঁকে ট্রোল করবেন কোনও বলিউড অভিনেতা, তাও আবার অনুপম খেরের মতো প্রবীণ অভিনেতা। তারুর কৌতুকের জবাব কৌতুকের মাধ্যমেই দিয়েছেন অনুপম। সেই কৌতুক অনুযায়ী, ‘মেয়ে বাবাকে প্রশ্ন করছে, সোজা কথায় ‘এক যে ছিল’ কী হতে পারে? বাবার উত্তর, কংগ্রেস পার্টি’। অনুপমও হোয়াটস্যাপকেই এই কৌতুকের উত্স হিসেবে উল্লেখ করেছেন।
5/6
সম্প্রতি তাঁর একটি ট্যুইট ঘিরে ফের সরগরম সোশ্যাল মিডিয়া। এই পোস্টের জন্য তাঁকে অনেকে নিশানাও করেছেন। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে একটি হোয়াটস্যাপ কৌতুক শেয়ার করেছেন তারুর। কৌতুকটি হল, ‘এক মেয়ে তার বাবাকে প্রশ্ন করছে, সব রূপকথাই কি ‘এ যে ছিল বলে’ শুরু হয়? বাবা উত্তরে বলছেন, না, এখন শুরু হয়, মিত্রোঁ বলে’। উল্লেখ্য, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে প্রায়ই ‘মিত্রোঁ’ শব্দ ব্যবহার করেন। এভাবে ওই কৌতুকের মাধ্যমে মোদীকেই নিশানা করা হয়েছে,এটা স্পষ্ট।
6/6
কংগ্রেস নেতা শশী তারুর তাঁর বিভিন্ন কাজকর্মের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টের জন্যও বেশ জনপ্রিয়। তাঁর অনেক পোস্টই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গত বছর তাঁর পোস্ট করা একটি ভিডিও অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছিল। ওই ভিডিওতে তিনি ব্রিটেনকে সাফ জানিয়েছিলেন যে, তারা উপনিবেশবাদের কালো অধ্যায় থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে না।