এক্সপ্লোর
এক্কেবারে সস্তায় আপনি ঘুরে আসতে পারেন এইসব ‘বিদেশ’
1/5

কার না নজর কেড়েছে দুবাইয়ের ঝাঁ চকচকে বৈভব। বিশ্বের সিংহভাগ ধনী ব্যক্তির বাসভবন আছে সেখানে। জানেন কি, আজ থেকে ৩-৪ মাস পরের প্যাকেজ বুক করে রাখলে মাত্র ৩৩- ৪০,০০০-এ দুবাই ঘুরে আসতে পারেন। প্যাকেজে পাবেন প্লেনের টিকিট, হোটেলে থাকা ও ব্রেকফাস্টের খরচ।
2/5

সিঙ্গাপুরের মত সুন্দর দেশে কে না যেতে চান! এ জন্য আপনাকে শুধু নিতে হবে ৩৫ থেকে ৩৮,০০০ টাকার প্যাকেজ। ব্যস, তারপর তো একটাই কাজ, ব্যাগ গোছানো। আপনি যদি আজ থেকে ৪ মাস পরের প্যাকেজ নেন, তাহলে স্রেফ ৩৫,০০০-এই আপনার পকেটে সিঙ্গাপুর। এতেও আপনি পাচ্ছেন প্লেনের টিকিট, হোটেলে থাকা ও ব্রেকফাস্টের সুবিধে।
Published at : 18 Sep 2016 01:20 PM (IST)
View More






















