এক্সপ্লোর
মদ্যপান করে আলিয়ার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটিং করেন বরুণ ধবন!

1/8

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা বরুণ ধবন কিছুদিন ধরে তাঁদের আগামী সিনেমা ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’-র শ্যুটিং করছেন। জানা গেছে, এই সিনেমার একটি আবেগঘন দৃশ্যের শ্যুটিংয়ের আগে বরুণকে মদ্যপান করতে হয়েছিল।
2/8

এই দৃশ্যের শ্যুটিং হয় ১১ সেপ্টেম্বর। আসলে এই দৃশ্যের জন্য বরুণকে নেশাগ্রস্ত দেখানোর প্রয়োজন ছিল। শ্যুটিং সঠিক করার জন্য বরুণ সামান্য মদ্যপান করেন।
3/8

বর্তমানে আলিয়া ও বরুণ এই সিনেমার জন্য কোটাতে শ্যুটিং করছেন।
4/8

‘বদ্রীনাথ কি দুলহনিয়া’ আগামী বছর মার্চে মুক্তি পাবে।
5/8

উল্লেখ্য, বরুণ এর আগেও ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’-র শ্যুটিংয়ের সময়ও অভিনয়ের প্রয়োজনে একই পথ অবলম্বন করেছিলেন।
6/8

পরে বরুণ বলেন, আমি সামান্য মদ্যপান করেছিলাম। কেননা, এই সিনের জন্য তা জরুরি ছিল। নেশা কিছুক্ষণ ছিল। তারপর সব ঠিক হয়ে যায়।
7/8

ওই দৃশ্যের শ্যুটিং শেষ হওয়ার পরও কিছুটা সময় মদ্যপানের প্রভাব ছিল বরুণের ওপর। তিনি প্রায় এক ঘন্টা শুয়ে ছিলেন।
8/8

বলিউড লাইফ-এ প্রকাশিত খবরে এ কথা জানানো হয়েছে। সূত্র উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়েছে, বরুণকে মদ্যপান করতে হয়। আর এই আইডিয়া দারুনভাবে খেটে যায়। ওই দৃশ্যের শ্যুটিং খুব ভালোভাবে উতরে যায়। পরিচালক শশাঙ্ক খৈতানও বরুণের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হন। বরুণ জানতেন যে, মদ্যপান না করলে তাঁর পক্ষে ওই দৃশ্য সঠিকভাবে ফুটিয়ে তোলা সম্ভব ছিল না।
Published at : 14 Sep 2016 12:37 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
খবর
জেলার
Advertisement
