এক্সপ্লোর
১.৩ কোটি টাকা মূল্যের সোনার শার্ট পরে গিনেস বুকে নাম তুললেন এই ব্যবসায়ী
1/5

এবিষয়ে প্রশ্ন করা হলে পঙ্কজ জানান, এটা সত্যিই অভাবনীয়। আমার স্বপ্ন সত্যি হল! তিনি যোগ করেন, আমি মহারাষ্ট্রের একটি প্রান্তিক জায়গার ক্ষুদ্র মানুষ। আশা করি, আমার এই সাফল্যের ফলে আমার গ্রামের নাম সারা বিশ্ববাসী জানতে পারবে। তবে, পঙ্কজের এই 'স্বর্ণ-মোহ' ভাল চোখে দেখে না তাঁর পরিবার। উল্টে তাঁরা বিষয়টিকে 'অশুভ' মনে করে পঙ্কজকে এড়িয়ে চলেন। আত্মীয়দের মনে হয়েছে, পঙ্কজের মাথা খারাপ হয়ে গিয়েছে।
2/5

শার্টটির ওজন প্রায় ৪.১ কিলোগ্রাম। বর্তমানে তার বাজারদর ১.৩০ কোটি টাকা। শার্টের সঙ্গে আনুষঙ্গিক হিসেবে রয়েছে একটি সোনার ঘড়ি, বেশ কিছু সোনার হার, বড় কয়েকটি সোনার আংটি, সোনার মোবাইল কভার এবং সোনার ফ্রেমের চশমা। সব মিলিয়ে পুরো সেটটির ওজন প্রায় ১০ কিলোগ্রাম!
Published at : 04 May 2016 06:24 PM (IST)
Tags :
Guinness World RecordView More






















