এবিষয়ে প্রশ্ন করা হলে পঙ্কজ জানান, এটা সত্যিই অভাবনীয়। আমার স্বপ্ন সত্যি হল! তিনি যোগ করেন, আমি মহারাষ্ট্রের একটি প্রান্তিক জায়গার ক্ষুদ্র মানুষ। আশা করি, আমার এই সাফল্যের ফলে আমার গ্রামের নাম সারা বিশ্ববাসী জানতে পারবে। তবে, পঙ্কজের এই 'স্বর্ণ-মোহ' ভাল চোখে দেখে না তাঁর পরিবার। উল্টে তাঁরা বিষয়টিকে 'অশুভ' মনে করে পঙ্কজকে এড়িয়ে চলেন। আত্মীয়দের মনে হয়েছে, পঙ্কজের মাথা খারাপ হয়ে গিয়েছে।
2/5
শার্টটির ওজন প্রায় ৪.১ কিলোগ্রাম। বর্তমানে তার বাজারদর ১.৩০ কোটি টাকা। শার্টের সঙ্গে আনুষঙ্গিক হিসেবে রয়েছে একটি সোনার ঘড়ি, বেশ কিছু সোনার হার, বড় কয়েকটি সোনার আংটি, সোনার মোবাইল কভার এবং সোনার ফ্রেমের চশমা। সব মিলিয়ে পুরো সেটটির ওজন প্রায় ১০ কিলোগ্রাম!
3/5
আয়কর দফতরকে অবগত করার জন্য এই জামার খরচের পাকা রসিদও নিয়েছেন পরখ। আর সেই সোনার জামায় ভর করে গিনেস রেকর্ডে প্রবেশ পরখের। মঙ্গলবারই গিনেস রেকর্ড শংসাপত্র ইস্যু করেছে। সেখানে ৪৭ বয়সী পরখের সম্বন্ধে বলা হয়েছে 'ম্যান উইথ মোস্ট এক্সপেন্সিভ গোল্ড শার্ট ইন দ্য ওয়ার্ল্ড'। ২০১৪ সালের অগাস্টের দাম অনুযায়ী, ওই শার্টের মূল্য ধার্য করা হয়েছে ৯৮ লক্ষ ৩৫ হাজার ৯৯ টাকা।
4/5
জানা গিয়েছে, এই শার্ট তৈরি করতে দু মাসের ওপর সময় লেগেছে। এত সুক্ষ্ম কাজ করতে ২০ জন স্বর্ণশিল্পীর একটি দল মোট ৩,২০০ ঘণ্টা ধরে কাজ করে এই জামা বানিয়েছেন। সেখানে ১৮-২২ ক্যারাট সোনা ব্যবহার করা হয়েছে। ২০১৪ সালে নিজের ৪৫ তম জন্মদিনের জন্য এই বিশেষ শার্ট বানিয়েছিলেন পঙ্কজ।
5/5
মহারাষ্ট্রের নাসিক শহরের পরিচিত ব্যবসায়ী-রাজনীতিবিদ পঙ্কজ পরখকে 'ম্যান উইথ গোল্ডেন শার্ট' বলে ডেকে থাকেন তাঁর বন্ধুরা। সম্প্রতি, তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলেছেন। বর্তমানে শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি পরিচালিত ইয়োলা পুর-পর্ষদে একজন কাউন্সিলর পদে রয়েছেন পঙ্কজ।