Daily Shironam ( 10 . 08. 22 ) অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন নীতীশ কুমার : ABP LIVE PODCAST
Episode Description
- আজও সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত। অসুস্থতাকেই ঢাল করে ফের ২ সপ্তাহ সময় চাইলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি। খবর সূত্রের। ২টি প্রেসক্রিপশন সহ আইনজীবী মারফত্ সিবিআইকে পাঠালেন চিঠি।
- গরুপাচার মামলায় ৯বার হাজিরা এড়ালেন অনুব্রত। এরপর কি আদালতের দ্বারস্থ হবে সিবিআই নাকি ফের তলব করা হবে অনুব্রতকে ? বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা ? সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপের দিকে নজর সকলের। আদালতে যাবে সিবিআই ?
- অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন নীতীশ কুমার। উপ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন তেজস্বী যাদব। মন্ত্রী হচ্ছেন জিতনরাম মাঝির ছেলে।
- বিহার দখলের দু’বছরের মধ্যেই, ক্ষমতা হারাল NDA। পাঁচ বছর পর আবার বিহারের শাসন-ভার মহাজোটের হাতে। পক্ষে ৭ দলের ১৬৪ বিধায়ক, দাবি নীতীশের। বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আরজেডি, জেডিইউ-র।
- বিহারে নতুন সমীকরণ। মহাজোটকে বাইরে থেকে সমর্থন বাম এবং জোট সঙ্গী হামেরও। নীতীশের শপথের দিনটিকে বিশ্বাসঘাতকতা দিবস হিসেবে পালন করছে বিজেপি।
- দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলর বরুণ নন্দীর বিরুদ্ধে টেট এ চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে পোস্টার। একাধিক জায়গায় পড়ল পোস্টার। অভিযোগ অস্বীকার করে তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন কেউ বা কারা ষড়যন্ত্র করে এই পোস্টার দিয়েছে।






















