Daily Shironaam : মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টার মামলায় বিস্ফোরক তথ্য
Episode Description
মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টার মামলায় বিস্ফোরক তথ্য। জিএসটির ডিজি পদের অফিসারের সঙ্গে যোগাযোগ ধৃতের। কলকাতার হোটেলে একাধিকবার বৈঠক। দাবি সরকারি আইনজীবীর।
জিএসটি ফাঁকি নিয়ে তথ্য সরবরাহ করতেন ধৃত নুর আমিন। তার ওপর ভিত্তি করেই কোটি কোটি টাকা কর আদায়। ধৃতকে ১৮ লক্ষ টাকা পুরস্কার কেন্দ্রীয় সংস্থার। দাবি সরকারি আইনজীবীর।
কাঁটা প্রভাবশালী তকমা। ফের পার্থর জামিন-আর্জি খারিজ। অ্যারেস্ট মেমোয় মুখ্যমন্ত্রীকে নিকটাত্মীয় লিখেছিলেন। এসএসকেএমে প্রভাব খাটিয়ে রিপোর্ট বদল। জামিন পেলে প্রমাণ লোপাটের আশঙ্কা ইডির।
কালীঘাটের কাকুর জামিনের আবেদনের তীব্র বিরোধিতা ইডির। বাইপাস সার্জারির প্রয়োজনীয় নিয়ে প্রশ্ন। এসএসকেএমের মেডিক্যাল রিপোর্ট নিয়ে সংশয়। ইডিকেই মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ বিচারপতির।
চাকরি চেয়ে চাকরিপ্রার্থীর কান্না। সকালে সল্টলেকের পর দুপুরে হাজরা মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে বিক্ষোভ। ডায়মন্ড হারবারেও মিছিল।
২০১২-র ইন্টারভিউ প্যানেলে কোনও আত্মীয় ছিল? জানতে পূর্ব মেদিনীপুরে প্রাথমিকে চাকরিপ্রাপ্তদের থানায় গিয়ে মুচলেকা দিতে এসপিকে নির্দেশ জেলাশাসকের। ক্ষুব্ধ শিক্ষকদের একাংশ।






















