West Bengal News : প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার আইও মিথিলেশ মিশ্রকে সরানোর নির্দেশ হাইকোর্টের
Episode Description
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার আইও মিথিলেশ মিশ্রকে সরানোর নির্দেশ হাইকোর্টের। ৩ অক্টোবরের অনুসন্ধান-তদন্ত যাতে ব্যাহত না হয়, ইডি অধিকর্তাকে নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার।
মঙ্গলবার তলব ইডির, হাজিরা দেবেন না অভিষেক। দিল্লির কর্মসূচিতে থাকব, ক্ষমতা থাকলে আটকাও। হুঙ্কার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আদালতে প্রসঙ্গ তুললেন বিকাশ।
কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় চাকদার বিজেপি বিধায়ককে ফের সিআইডি তলব। ভবানীভবনে বঙ্কিম ঘোষকে সাড়ে ৩ ঘণ্টার জিজ্ঞাসাবাদ।
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের দিল্লি চলো। মিলছে না বিশেষ ট্রেন। অগ্রিম নিয়েও ভয় পেয়ে আমাদের আটকানোর চেষ্টা, আক্রমণে অভিষেক। পূর্ব রেলকে নয়, আবেদন করা হয় আইআরসিটিসি-কে, দাবি রেলের।
আগে চুরি বন্ধ করুন। একটা ফোন করলেই রাজ্যের প্রাপ্য টাকা চলে আসবে, তৃণমূলের দিল্লি অভিযান নিয়ে কটাক্ষ সুকান্তর। প্রমাণিত কারা রাজ্যের টাকা আটকে রাখে, পাল্টা তৃণমূল।
কোটিপতি কনস্টেবলের গ্রেফতারির ২ সপ্তাহ পর খোঁজ মিলল বান্ধবীর। পরিচারিকার কাজের সময় সম্পর্ক। অন্যত্র বিয়ের পর ১২ লক্ষের গাড়ি, অ্যাকাউন্টের ২১ লক্ষ টাকা নিয়ে নেয় মনোজিৎ, দাবি বান্ধবীর।






















