Exit Poll Live: EXIT POLL-এ চমক ! রাজ্যে বাজিমাত BJP-র I ২৩ থেকে ২৭ আসন গেরুয়া শিবিরের ঝুলিতে
Episode Description
LokSabha Election: লোকসভা ভোটের ( Loksabha Election 2024 ) মহাযজ্ঞ শেষ দফা চলছে। মঙ্গলবার ফল ঘোষণা। পশ্চিমবঙ্গে বিজেপি ( BJP ) কি ৩৫ এর টার্গেট ছুঁতে পারবে? নাকি তৃণমূলের ভবিষ্যদ্বাণী সত্যি হবে ? তা দেখার অপেক্ষায় বসে সকলে। সকলের মনে একটাই প্রশ্ন, কী হতে চলেছে বাংলায়?
কেন্দ্রে ফের নরেন্দ্র মোদি সরকারের প্রত্যাবর্তন ঘটছে বলে ইঙ্গিত মিলেছে বুথফেরত সমীক্ষায়। কিন্তু সেই সমীক্ষার রিপোর্ট কার্যতই উড়িয়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তাঁর সাফ বক্তব্য, "এটাকে বুথফেরত সমীক্ষা বলে না, এটাকে মোদি-মিডিয়ার সমীক্ষা বলা উচিত। এটা আসলে মোদিজির কল্পনার সমীক্ষা।" বুথফেরত সমীক্ষায় I.N.D.I.A জোট ১৮০টির মতো আসন পেতে পারে বলে যে রিপোর্ট এসেছে, তাও খারিজ করে দেন রাহুল। জানান, I.N.D.I.A জোট ২৯৫টি আসন পেতে চলেছে।






















