এক্সপ্লোর
Advertisement
Dream Interpretation: ধনী হওয়ার ইঙ্গিত দেয় এই স্বপ্ন, সমস্যা থেকেও মেলে মুক্তি
Goddess Lakshmi Dream Meaning: স্বপ্ন আমাদের ভবিষ্যতে ঘটতে চলা ঘটনার ইঙ্গিত দেয়, এমনই বলা হয় স্বপ্ন শাস্ত্রে
কলকাতা : প্রতিটি স্বপ্নের (Dream Interpretation) কিছু অর্থ আছে, এমনই বলা হয় স্বপ্ন বিজ্ঞানে। এই অনুসারে, স্বপ্ন আমাদের ভবিষ্যতে ঘটতে চলা ঘটনার ইঙ্গিত দেয়। আপনি যদি সম্পদের দেবী লক্ষ্মীকে (Goddess Lakshmi) স্বপ্নে দেখেন, তবে তা খুবই শুভ বলে মনে করা হয়। কারণ, এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনি শীঘ্রই আর্থিকভাবে লাভবান হতে চলেছেন।
আসুন জেনে নেওয়া যাক স্বপ্নে দেবী লক্ষ্মীকে দেখার অর্থ কী ?
- স্বপ্নে দেবী লক্ষ্মীকে দেখার অর্থ হল, আপনার ঘুমন্ত কপাল এবার জাগতে চলেছে। এই স্বপ্ন আর্থিক লাভের ইঙ্গিত দেয়। এই স্বপ্ন বলে যে, আপনি দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদে পেতে চলেছেন।
- এই স্বপ্ন বলে যে, শীঘ্রই আপনার বাড়িতে ধনসম্পদ প্রবেশ করতে চলেছে। দেবী লক্ষ্মী সম্পদের রূপে আপনার বাড়িতে প্রবেশ করছেন। এই অবস্থায় দেবী লক্ষ্মীর আরাধনা করলে শীঘ্রই আপনি আপনার স্বপ্নের ফল পাবেন।
- যদি আপনার স্বপ্নে লক্ষ্মীদেবী তাঁর বাহন পেঁচার উপর বসে থাকা অবস্থায় দেখা দেন, তাহলে এর অর্থ হল আপনি কোথাও থেকে অপ্রত্যাশিত আর্থিক লাভ করতে চলেছেন। এটাও হতে পারে যে, আপনার আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। এই স্বপ্নটিও সৌভাগ্যের লক্ষণ।
- স্বপ্নে, লক্ষ্মী ও ভগবান গণেশের মূর্তি একসঙ্গে দেখা দিলে, তাও শুভ বলে মনে করা হয়। এই স্বপ্ন বলে দেয় যে, আগামীদিনে আপনি সব ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন।
- স্বপ্নে লক্ষ্মী-নারায়ণকে একসঙ্গে দেখাও খুব শুভ বলে মনে করা হয়। সাফল্যের সূচক মনে করা হয় নারায়ণ তথা ভগবান বিষ্ণুকে। এই স্বপ্নের অর্থ, আপনি ধন লাভ করার পাশাপাশি লক্ষ্মী-নারায়ণের আশীর্বাদও পেতে চলেছেন।
- স্বপ্নে লক্ষ্মীদেবীর ছবি বা মূর্তি দেখার অর্থ হল, আপনার জীবন থেকে সমস্ত আর্থিক অসুবিধা দূর হতে চলেছে। এই স্বপ্নটি নির্দেশ করে যে, আপনার অমীমাংসিত কাজও শেষ হওয়ার সময় এসেছে।
- স্বপ্নে যদি নিজেকে দেবী লক্ষ্মীর পুজো করতে দেখেন, তাহলে তার অর্থ, শীঘ্রই আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। এই স্পপ্ন, চাকরিতে উন্নতির ইঙ্গিত দেয়।
প্রসঙ্গত, অবচেতন মন হল সচেতন ও অচেতন মনের মাঝের এমন একটি স্তর, জেগে থাকা অবস্থায় যার অস্তিত্বের টের পাওয়া মুশকিল। তবে নানারকম স্বপ্নের নানারকম ইঙ্গিতের কথা বলে জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র মতে, কোনো স্বপ্ন যেমন অদূর ভবিষ্যতে অর্থলাভের ইঙ্গিত দেয়, তেমনই কোনো স্বপ্ন বিপদের ইঙ্গিত দিয়ে যায়।
পুজো পরব (Religion) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
জেলার
Advertisement